শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বিজেপির বক্তব্য, সন্ধ্যে হয়ে যাওয়ায় ডায়মন্ডহারবারে নামতে সমস্যায় পড়বে শাহের কপ্টার। তাই বাতিল করা হয়েছে সভা। ফের ‘হেলিকপ্টার বিভ্রাট’-এর মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাতিল করতে হল ডায়মন্ডহারবারের জনসভা। এই ঘটনাকে ঘিরে ফের জমে উঠেছে তৃণমূল বিজেপি তরজা। বিজেপির সাফাই সন্ধ্যে হয়ে যাওয়ায় ডায়মন্ডহারবারে নামতে সমস্যায় পড়বে শাহের কপ্টার। তাই বাতিল করা হয়েছে সভা।
এই সাফাই মানতে রাজি নয় তৃণমূল। তাঁদের দাবি লোক না হওয়াতেই সভা বাতিল করেছে বিজেপি। অমিত শাহ এদিন সভায় না গিয়ে সেই অস্বস্তি এড়িয়ে গিয়েছেন বলে দাবি তৃণমূলের।
ট্যুইট করে তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন অমিত শাহকে। তিনি লিখেছেন কী হল অমিত শাহ জী। আগে বললে তৃণমূলের তরফ থেকে লোক জুটিয়ে সভায় ভিড় বাড়িয়ে দেওয়া যেত। আপনার জন্য তৃণমূলের ছেলে মেয়েরা জয়নগরের মোয়ার ব্যবস্থাও করেছিল।
আরও পড়ুনঃ আটটি সংবাদপত্রে একসঙ্গে বিজেপির জয়ের ‘খবর’ অসমে, কমিশনে অভিযোগ কংগ্রেসের
তবে সভা বাতিল করার পর, যথারীতি নিজের অডিও বার্তা পাঠান অমিত শাহ। তা শোনানো হয় ডায়মন্ডহারবারের সভায়। এদিকে, নন্দীগ্রামে হাইভোল্টেজ প্রচারের শেষে পারদের তাপ আরও বাড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে এদিন প্রচার ও রোড শো করেন তিনি। তিনি বলেন বাংলার যে হাওয়া বোঝা যাচ্ছে, তাতে বিজেপির ওপর মানুষের আশীর্বাদ রয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতবে বিজেপি।
রোড শোর পরে একটি ছোট সাংবাদিক বৈঠকও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই তিনি বলেন বাংলায় পরিবর্তন প্রয়োজন, তার সূচনা হবে নন্দীগ্রাম থেকেই। নন্দীগ্রামে বড় ব্যবধানে জয় পাবেন শুভেন্দু অধিকারী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584