প্রার্থী করোনা পজিটিভ, কিন্তু পুরোদমে চালিয়ে যাচ্ছেন প্রচার

0
186

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আগামীকাল হাওড়া দক্ষিণে ভোট, তারমাঝে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের বিরুদ্ধে উঠলো মারাত্মক অভিযোগ, তিনি করোনা আক্রান্ত হওয়া সত্বেও তা লুকিয়ে পুরোদমে ভোটের প্রচার চালিয়ে গেছেন; যখন তাঁর হোম আইসলেশনে থাকার কথা। শুক্রবার নির্বাচন কমিশনে এই অভিযোগ জানালেন ওই কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী। যদিও রন্তিদেব সেনগুপ্ত দাবি করেছেন তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ।

Rantidev Sengupta | newsfront.co
ছবি: রন্তিদেব সেনগুপ্তের টুইটার

জানা গিয়েছে ৪ এপ্রিল করোনা টেস্ট করেন রন্তিদেব সেনগুপ্ত, দুপুর সাড়ে বারোটা নাগাদ ডুমুরজলা মাঠ থেকে করোনা পরীক্ষার জন্য তাঁর লালারস সংগ্রহ করেন জেলার স্বাস্থ্যকর্মীরা। ওইদিন দুপুর সাড়ে তিনটায় নমুনা পাঠানো হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, ৬ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে তাঁর। এরপর হোম আইসলেশনে থাকার পরিবর্তে ৮ এপ্রিল পর্যন্ত পুরোদমে মিটিং মিছিল বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন তিনি এমনকি মিঠুন চক্রবর্তীর রোড শো তেও উপস্থিত ছিলেন রন্তিদেব সেনগুপ্ত।

এরপরে বিজেপি প্রার্থী তাঁর দাবির স্বপক্ষে একটি করোনা টেস্টের রিপোর্টও দাখিল করেন। সে রিপোর্টে পরীক্ষার ফল নেগেটিভ হলেও রয়েছে একগুচ্ছ অসঙ্গতি। সেগুলি হলো:

১. ৪ এপ্রিল তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে তবে তা মানিকতলায়, সময় রাত ৯টার কিছু পরে। কিন্তু সরকারি ল্যাব থেকে রাত ৯ টার পরে নমুনা সংগ্রহ করাই হয় না।

২. এটি সবথেকে উল্লেখযোগ্য বিষয়- নমুনা সংগ্রহের আগেই নমুনা পৌঁছে গিয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, সকাল ১০ টা সাড়ে ১০ টার মধ্যে। এবং পরীক্ষার ফল ‘নেগেটিভ’।

৩. রিপোর্টের বর্তমান ফরম্যাটে ফল আসেনি, যে ফরম্যাটে ফল জানানো হয়েছে তা অনেক পুরোনো।

আরও পড়ুনঃ শুভেন্দুকে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নোটিশ কমিশনের

এই সমস্ত তথ্য দিয়ে হাওড়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গ এবং একই সঙ্গে কোভিড মহামারী আইন ভঙ্গের অভিযোগ নির্বাচন কমিশনে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী। তাঁর নির্বাচনী এজেন্ট দেবাশীষ ব্যানার্জী বলেন অত্যন্ত অবিবেচকের কাজ করেছেন বিজেপি প্রার্থী। এর ফলে ওই এলাকায় করোনার প্রকোপ ভীষণভাবে বাড়বে। নির্বাচন কমিশনের উচিত তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here