শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী ২ ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ সাজিয়ারা গ্রামে সোমবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে গেছে সেই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় গবাদি পশুও।
কিন্তু এই অসহায় পরিবারের কাছে এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ পৌঁছেনি বলে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষের সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।যদিও পরিবারের গৃহবধূ আরিফা বিবি নিজের নামিদামি সোনার গহনা টাকা পয়সা বাঁচাতে গিয়ে প্রচন্ডভাবে অগ্নিদগ্ধ হন। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
বুধবারে জানা গিয়েছে যে এখন পর্যন্ত বিপর্যস্ত ওই পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি।
যদিও আরিফা বর্তমান পঞ্চায়েত সদস্য।
আগুন ধরার ঘটনা সম্পর্কে জানা গিয়েছে যে প্রথমে গোয়াল ঘরে আগুন লাগে তারপর আগুন ছড়িয়ে পড়ে শোওয়ার ঘর সহ মোট তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় বিধায়ক সিপিএম নেতা প্রদীপ সাহা জানিয়েছেন যে আমরা ওই ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে যতটা সাহায্য করার করব,
কিন্তু শাসক দলের তরফ থেকে সাহায্যের ব্যাপারে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।পূর্বস্থলী এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় দাবী উঠেছে স্থানীয় ভাবে একটি দমকলকেন্দ্র গড়ে তোলা হোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584