কোভিড আবহে ফের ডিটেনশন ক্যাম্প তৈরীর প্রক্রিয়া শুরু কেরলে

0
142

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী ডিটেনশন ক্যাম্প তৈরীর প্রক্রিয়া শুরু করল কেরালার বিজয়ন সরকার। কেরালার দ্যা ডিরেক্টর অফ দ্যা সোশ্যাল জাস্টিস তিরুবন্তপুরম ও ত্রিশুরে ডিটেনশন ক্যাম্প তৈরীর পুণঃবিজ্ঞপ্তি জারি করেছে।

 pinarayi vijayan  | newsfront.co
ছবি সৌজন্যে: english.mathrubhumi.com

নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বিরোধী আন্দোলন যখন চরমে পিছিয়ে যায় সরকার। থামিয়ে দেওয়া হয় এই ডিটেনশন ক্যাম্প তৈরীর প্রক্রিয়া। প্রায় দেড় বছর থেমে থাকার পর করোনা অতিমারি পরিস্থিতিতে আবার শুরু হল সেই প্রক্রিয়া।

আরও পড়ুনঃ আনলকের পথে দিল্লি, ছাড় ঘোষণা কেজরিওয়াল সরকারের

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেকোনো স্বেচ্ছাসেবী সংস্থা এই ডিটেনশন ক্যাম্প তৈরির দায়িত্ব নিতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে ইচ্ছুক সংস্থা ১৫ জুন বেলা ৫ টার মধ্যে আবেদন করতে পারবে। অবৈধ অনুপ্রবেশকারী ও ভারতে এসে যাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে তাদের সেখানে রাখা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ঐ ডিটেনশন সেন্টারে সিসিটিভি কাঁটাতারের বেড়া দেওয়া হবে।

এর আগে ২০১৯ এ কেন্দ্র সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দেয়। লক্ষ্য ছিল এনআরসি। কিন্তু মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২০১৯ এর নতুন নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করেন। সঙ্গে ঘোষণা করেন কেরলে কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে না।

আরও পড়ুনঃ লাভ জিহাদ-গো সন্ত্রাস আর ইউপি ভোটে কাজ করবে না: আরএলডি প্রধান

তিনি আরও আশ্বস্ত করে জানান যে ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্প তৈরির পূর্বের সরকারের সমস্ত প্রকল্প তার সরকার ২০১২ সাল থেকে বন্ধ করে রেখেছে। এমনকি দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে নয়া নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাস করে কেরালা বিধানসভা। নতুনভাবে এই বিজ্ঞপ্তি জারির পর সরকার বা বিরোধী কোন পক্ষেরই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here