নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণা হয়েছে ২৩শে এপ্রিল।শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সমস্ত রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী প্রচারের শেষ সময় বিকাল ৫ টায়।আর তার আগেই চিত্র তারকা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব কে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান এর সমর্থনে রাণীনগরে নিয়ে এসে এক নজর কাড়া সভা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকার পর খবর এলো আসছেন না দেব।
কথা ছিল এদিন দুপুর দু’ টো নাগাদ রানিনগরের রামনগর মাঠে দেব আসবেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে। গত কয়েক দিনে মাইক করেও তা জোরে জোরে প্রচার করা হয়েছে রানিনগরের এলাকা জুড়ে। তাই সকাল থেকেই রানিনগর এলাকার মানুষ মুখিয়ে ছিল দেব দর্শনের অপেক্ষায়।
বাচ্চা থেকে বুড়ো,পুরুষ থেকে মহিলা সকলেই দেবকে দেখার উদ্দেশ্যে রামনগরের ডি এন ক্লাব মাঠে ভিড় জমিয়েছিলেন অনেক আগেই। তৃণমূল কর্মী সহ সাধারন মানুষের ভীড়ও ছিল চোখে পড়ার মতো।
মাঠের কানায় কানায় লোক জড়ো হয়েছিল দেব দর্শনের জন্য। সবার অপেক্ষা- কখন আসবে দেব। কেউ কেউ আবার বলছে-আরে জলঙ্গিতে,বেলডাঙ্গা সব জায়গায় দেরি করেই এসেছে,এখানেও হয়তো আসতে একটু দেরি হবে। একে তে নায়ক,তার ওপর আবার সাংসদ।কিন্তু না,দেব আসেননি।বৈকাল সাড়ে তিনটে নাগাদ মাইকে ঘোষণা করা হয় প্রাকৃতিক দুর্যোগের কারনে আজও দেব আসতে পারছেন না,যা শোনা মাত্রই মাঠ খালি করতে শুরু করে সভায় আগত মানুষরা।
ওই ঘটনায় ক্ষুব্ধ অনেক তৃণমূল কর্মী থেকে রানিনগর এলাকার সকল মানুষ। সভায় আগত দেব ভক্ত এক ব্যক্তি আব্দুল হাসিম আক্ষেপের সুরে বললেন,” জিনিসটা খুব খারাপ করল।এর আগে ১৮ তারিখ ডেট দিল,সেদিনও কি কারণ দেখিয়ে সভা বাতিল করল।সেদিন তো তাও সকালেই প্রচার করে দিয়েছিল।আর আজ?দুঘন্টা বসে থেকে শেষে বলছে দেব আসবেনা।এ কেমন কথা?”
কলেজ ছাত্রী স্বপ্না সরকার বলছেন,”দেবকে দেখার খুব ইচ্ছে ছিল।যেদিন শুনলাম আমাদের এখানে দেব আসছে সেদিন থেকেই দিন গুনছি কখন ওকে নিজে চোখে দেখবো।কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল।”
আরও পড়ুনঃ মোয়াজ্জেমের সমর্থনে শেষ মূহুর্তের প্রচার তুঙ্গে তুলতে মালদহ শহরে রোড শো শুভেন্দুর
দেব না আসার প্রসঙ্গে তৃণমূলের প্রার্থী আবু তাহের খাঁন বলেন,”আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি,আমাদের ক্ষমা করে দিন।প্রাকৃতিক দুর্যোগের কারণে আসতে পারলেন না তবে কথা দিচ্ছি ভোটের ফলের পর এই মাঠেই বিজয় উৎসব হবে এবং সেখানে দেব হাজির থাকবেন।”এখন শুধু সময়ের অপেক্ষা আদৌ কি রানিনগর বাসি দেব দর্শন পাবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584