নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভারতী ঘোষের ঘাটাল দাসপুরে আসা,না আসায় তাঁর কোনো সুবিধা বা অসুবিধা নেই।শুক্রবার নিজের নির্বাচনী কেন্দ্রের কেশপুর বিধানসভা এলাকায় প্রচারে এসে একথা সাফ জানালেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী।তিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ।সিআইডি তাঁর বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলায় চার্জশিট পেশ করেছে।তাঁকে গ্রেপ্তার করা যাবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাওয়ার পরই বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন ভারতী দেবী।সোনা প্রতারণা মামলার মূল অভিযোগ কারী ও এই মামলায় যাঁরা স্বাক্ষ্য তাঁদের বাড়ি দাসপুর বিধানসভা এলাকায়।অভিযোগ উঠেছে প্রার্থী হয়ে তিনি তাঁদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে,ভোটের মুখে ঘাটাল দাসপুরে এসে তৃণমূল নেতা কর্মীদের ভীত -সন্ত্রস্ত করে রাখতে চাইছেন ভারতী ঘোষ। নিজের প্রভাব খাটিয়ে যাতে এই মামলার ক্ষতি করতে না পারেন এজন্য তাঁর পশ্চিম মেদিনীপুর ঢোকা ঠেকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছে রাজ্য সরকার।
শুক্রবার সভা শেষে এবিষয়ে দেব এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান , “আগে সুপ্রিম কোর্ট কি রায় দেয় দেখি এরপর সিদ্ধান্ত নেব।বিষয়টি আমি বিস্তারিত জানি না। না জেনে কোনো মন্তব্য করতে চাই না।ভারতী ঘোষের আসা না আসায় তাঁর কোনো সুবিধা বা অসুবিধা নেই।”
আরও পড়ুনঃ চৌকিদারকে সম্মান করি মিথ্যুক চৌকিদারকে সমর্থন করিনা,দার্জিলিং-এ মমতা
এদিন বাবার সাথেই দেবকে প্রচার সারতে দেখা যায়।শুক্রবার বাবা গুরুপদ অধিকারী পৌছে গিয়েছিলেন কেশপুরের আনন্দপুরে ছেলে দীপক অধিকারী (দেব) এর প্রচারে।আর ছেলেও বাবাকে পাশে নিয়ে নির্বাচনী প্রচার করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584