কেশপুরের নির্বাচনী জনসভায় রাজ্য সরকার এক কোটি চাকরি দিয়েছে বলে উল্লেখ দেবের

0
713

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Dev says state government offer 1 crore jobs
নিজস্ব চিত্র

আজ কেশপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী দীপক অধিকারীর জনসভা ঘিরে উদ্দীপনা লক্ষ্য করা যায়।এই জনসভায় অভিনেতা দেব বলেন,রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।কারও বিরুদ্ধে তিক্ত মন্তব্য করব না, কারও বিরুদ্ধে কটুক্তি নয়। নির্বাচনে লড়াই করতে এসে শুধুমাত্র দলের কথা বলব। উন্নয়নের কথা বলব।

 

Dev says state government offer 1 crore jobs
নিজস্ব চিত্র

তিনি আরও জানান,ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে সংসদে বাংলায় প্রশ্ন তুলেছিলাম।তা গ্রাহ্যও হয়েছে।তবে কেন্দ্রের তরফে কোনও টাকা বরাদ্দ না হওয়ায় এই প্রকল্প চালু হয়নি। বোনের বিয়ে বাদ দিয়ে ঘাটালের বন্যায় ছুটে এসেছি। ত্রাণ নিয়ে আসার পর তৎকালীন পুলিশ সুপার ভারতী ঘোষ সেগুলি বিতরণের ব্যবস্থা করেছিলেন।

আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে মিছিল

Dev says state government offer 1 crore jobs
নিজস্ব চিত্র

ঘাটালে কোনও কাজ হয়েছে কিনা তা এলাকার মানুষ নিজেরাই দেখতে পাচ্ছেন। শুধু শুধু মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার কোনও প্রয়োজন নেই।এই ঘাটালের এলাকার রাস্তা ঘাট এখন মসৃণ হয়েছে অনেক।আগের পরিস্থিতি এখন আর নেই।

Dev says state government offer 1 crore jobs
নিজস্ব চিত্র

তবুও কিভাবে অনুন্নয়নের অভিযোগ তুলেছেন ভারতী দেবী সে প্রশ্নও তুলেছেন দেব।তাঁর মতে,সরকারী পরিসংখ্যান খতিয়ে দেখে ভারতী দেবী কথা বললে ভালো লাগবে।দেব জানান, কারও বিরুদ্ধে অযথা কুৎসা নয়,মানুষের জন্য যে যা কাজ করেছেন সেগুলো নিয়েই নির্বাচনে বক্তব্য রাখুন।তাঁর মতে,আমি শুধু আমাদের সরকারের কথাই বলব।

Dev says state government offer 1 crore jobs
নিজস্ব চিত্র

কারও বিরুদ্ধে কুৎসা করার ইচ্ছে আমার নেই।আর নিজের দলের উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন,সাত বছরে রাজ্য সরকার এক কোটি চাকরি দিয়েছে আর নোট বাতিলে এক কোটি মানুষের চাকরি গিয়েছে।তো মানুষ কাকে ভোট দেবেন যে সরকার চাকরি দেয় না যে সরকার চাকরি নেয় তাকে।

প্রসঙ্গতঃ ঘাটালে নির্বাচনী প্রচারের শুরু থেকেই এলাকার অনুন্নয়নের পাশাপাশি ঘাটালের সাংসদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।পাঁচ বছরে পাঁচবার এলাকায় আসেন না সাংসদ দেব,বা সংসদেও তাঁকে দেখা যায় না বলে অভিযোগ তোলেন ভারতী দেবী।

গত পাঁচ বছরে ঘাটালের বন্যা প্রতিরোধের বিষয়েও কোনও পদক্ষেপ নেয়নি সাংসদ এমনটাই অভিযোগ জানাচ্ছেন ভারতীদেবী।তিনি সাংসদ দেবের বিরুদ্ধে অভিযোগের ধার ক্রমাগত বাড়িয়ে চলেছেন।এরই বিরুদ্ধে আজকের কেশপুরের জনসভায় সোচ্চার হয়েছেন দেব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here