করোনার সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর কাছে মিষ্টির দোকান বন্ধ রাখার আবেদন দেবযানীর

0
356

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। ২১দিনের লকডাউনে ছাড় পেয়েছে সবজি বাজার, মুদিখানা, ওষুধের দোকান ও রেশন। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ভিড় হচ্ছে দোকানগুলিতে। এই মারণ ভাইরাস যাতে সহজে বিস্তার লাভ না করতে পারে তার জন্য বাজার করতে গেলেও নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হচ্ছে জনসাধারণকে।

actor |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ একরাতে রাজ্যে আরও ১০ করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ৩৭, মৃত ৫

দিন রাজ্যে লকডাউনের আওতায় ছিল মিষ্টির দোকানগুলি। আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ। অর্থাৎ নতুন বছরে পা রাখবে বাংলা। বাঙালিদের এই পার্বণে যদি পাতে মিষ্টি না থাকে তাহলে কি মানায়? এই কথা ভেবেই মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্যের সমস্ত মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনেও মিষ্টির দোকান খোলা থাকার কারণে প্রত্যেকটি মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় হচ্ছে। দূরত্ব মানার কোন বালাই নেই জনসাধারণের। মিষ্টি প্রিয় বাঙালি করোনাকে তোয়াক্কা না করেই জমায়েত করছেন মিষ্টির দোকানগুলিতে। ফলে সংক্রমণ আরওবাড়তে পারে। ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে এবার মিষ্টি দোকানগুলি বন্ধ করার আবেদন জানালেন অভিনেত্রী দেবযানী চ্যাটার্জী।

 

তার মতে করোনা মোকাবিলায় লকডাউন চলছে। এই মারণ ভাইরাস থেকে বাঁচতে হলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো। সেখানে মিষ্টির দোকানগুলি খোলা থাকলে সংক্রমণ আরও বাড়বে। রাজ্য এভাবে করোনামুক্ত হতে পারবে না। দেবযানী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই আবেদন জানান মুখ্যমন্ত্রীকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here