নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
ভোটগ্রহণ শুরু হতেই সকাল থেকে এলাকায় এলাকায় চষে বেড়ান রবীন্দ্রনাথ ঘোষ। প্রায় ১০০ কিমি ঘুরে ফেলেন তিনি। তাঁরপর নিজের ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ডিম,শশা খান তিনি। শশা,তরমুজ খেয়ে মাথা ঠান্ডা হল কি না সেই প্রশ্নে তিনি বলেন,”মাথা আমার সকাল থেকেই ঠান্ডা।ঠান্ডা মাথায় ঘুরে বেড়াচ্ছি,কাজ করছি। গরমটা একটু বেশি।তাই দুটো ডিম খেলাম।
এনার্জি আনার জন্য তরমুজ খেলাম।”আজ সকালে ভোট দিতে গিয়ে তিনি এক জওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এক জওয়ানের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা ভিতরে আসবেন না। ভিতরে আসার অধিকার আপনাদের নেই। প্রিসাইডিং অফিসার আছে।”
আরও পড়ুনঃ ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ধমক রবীন্দ্রনাথের
দুপুরে খেতে বসেও মন্ত্রী বলেন,”লড়াই করে চলছি। আমার জীবনে অনেক ভোট করেছি।এত ইভিএম মেশিন খারাপ আমাদের স্ট্রং জায়গায়!”এরপরই তিনি বলেন,”পার্টির মেশিনারি করেছি।ওষুধ দিলে কিছু না কিছু কাজ হয়।আমার ওষুধ থার্ড ডিগ্রি।যত ভালো প্লেয়ার হোক, ওয়ান ডে ম্যাচ পারফর্ম করতে হবে।আমার টেনশন নেই। আমার স্বস্তির খাওয়া।”
কোচবিহার লোকসভা কেন্দ্রে পরেশ অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল।তাঁর বিরুদ্ধে তৃণমূল ত্যাগী নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। যদিও পরেশ অধিকারী বনাম নিশীথ প্রামাণিক নয়,কোচবিহারে ভোটের এই লড়াইটা যেন মূলত রবি ঘোষ বনাম নিশীথ প্রামাণিকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584