প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক ভারতের ঝুলিতে, দেবেন্দ্র জিতলেন রুপো, সুন্দর আনল ব্রোঞ্জ

0
83

মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ

প্যারালিম্পিক্সে একের পর এক সুখবর আসছে ভারতে। টেবিল টেনিস, হাই-জাম্প, শ্যুটিংয়ের পর এবার জ্যাভলিন। প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক জয় ভারতের। টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। একই ইভেন্টে ভারতে ব্রোঞ্জ এনে দিলেন সুন্দর সিংহ গুরজার।

Sundar Gurjar Devendra Jhajharia
সুন্দর সিংহ গুরজার-দেবেন্দ্র ঝাঝারিয়া।

৬৪.৩৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোমবার রুপোর পদক জিতলেন দেবেন্দ্র। গত বারের প্যারালিম্পিক্সে সোনাজয়ী দেবেন্দ্র, এবারে নিজের সেরাটা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পরাজয় মাথা পেতে নিতে হল দেবেন্দ্রকে। সোনা জিততে পারলেন না তিনি। তবে প্যারালিম্পিক্সে জ্যাভলিনে রুপো এনে দিয়েছে ভারতের ঘরে।

পদক জয়ের পর দেবন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন, “আজ দেবেন্দ্র’র রুণ পারফরম্যান্স ছিল। আমাদের অন্যতম অভিজ্ঞ প্যারালিম্পিয়ান রুপোর পদক জিতেছেন। দেবেন্দ্র বার বার ভারতকে গর্বিত করেছে। আগামী দিনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই তাঁকে।”

আরও পড়ুনঃ টোকিও প্যারালিম্পিক্সে প্রথম স্বর্ণপদক এল ভারতের ঘরে

দেবেন্দ্রের মতোই শুরুটা ভাল না হলেও নিজের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থান দখল করেন সুন্দর সিং গুরাজার। জ্যাভলিনে ভারত পায় ব্রোঞ্চ। তাঁর উদ্দেশে টুইট করে নরেন্দ্র মোদী লেখেন, ‘সুন্দরের ব্রোঞ্জ জয়ে ভারত আপ্লুত। সাহসের সঙ্গে জ্যাভলিনে জয়ী হলেন সুন্দর। ভবিষ্যতের জন্য সুন্দরকে অগ্রিম শুভেচ্ছা জানাই।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here