মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
প্যারালিম্পিক্সে একের পর এক সুখবর আসছে ভারতে। টেবিল টেনিস, হাই-জাম্প, শ্যুটিংয়ের পর এবার জ্যাভলিন। প্যারালিম্পিক্সে জ্যাভলিনে জোড়া পদক জয় ভারতের। টোকিয়ো প্যারালিম্পিক্সে রুপো জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। একই ইভেন্টে ভারতে ব্রোঞ্জ এনে দিলেন সুন্দর সিংহ গুরজার।
৬৪.৩৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোমবার রুপোর পদক জিতলেন দেবেন্দ্র। গত বারের প্যারালিম্পিক্সে সোনাজয়ী দেবেন্দ্র, এবারে নিজের সেরাটা দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। পরাজয় মাথা পেতে নিতে হল দেবেন্দ্রকে। সোনা জিততে পারলেন না তিনি। তবে প্যারালিম্পিক্সে জ্যাভলিনে রুপো এনে দিয়েছে ভারতের ঘরে।
Superb performance by @DevJhajharia! One of our most experienced athletes wins a Silver medal. Devendra has been making India continuously proud. Congratulations to him. Best of luck for his future endeavours. #Paralympics pic.twitter.com/204B90fXbv
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
পদক জয়ের পর দেবন্দ্রকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে লেখেন, “আজ দেবেন্দ্র’র রুণ পারফরম্যান্স ছিল। আমাদের অন্যতম অভিজ্ঞ প্যারালিম্পিয়ান রুপোর পদক জিতেছেন। দেবেন্দ্র বার বার ভারতকে গর্বিত করেছে। আগামী দিনের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাই তাঁকে।”
আরও পড়ুনঃ টোকিও প্যারালিম্পিক্সে প্রথম স্বর্ণপদক এল ভারতের ঘরে
India is overjoyed by the Bronze medal won by @SundarSGurjar. He has shown remarkable courage and dedication. Congratulations to him. Wishing him the very best. #Paralympics pic.twitter.com/irTIHefCoH
— Narendra Modi (@narendramodi) August 30, 2021
দেবেন্দ্রের মতোই শুরুটা ভাল না হলেও নিজের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থান দখল করেন সুন্দর সিং গুরাজার। জ্যাভলিনে ভারত পায় ব্রোঞ্চ। তাঁর উদ্দেশে টুইট করে নরেন্দ্র মোদী লেখেন, ‘সুন্দরের ব্রোঞ্জ জয়ে ভারত আপ্লুত। সাহসের সঙ্গে জ্যাভলিনে জয়ী হলেন সুন্দর। ভবিষ্যতের জন্য সুন্দরকে অগ্রিম শুভেচ্ছা জানাই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584