উন্নয়নই পূর্বস্থলীতে তৃণমূলের জয়ের মূলমন্ত্র

0
265

শ্যামল রায়,পূর্বস্থলীঃসরকারের নানা বিধ প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়েছেন এলাকার মানুষ। তাই উন্নয়নের নিরিখে ভোট প্রচারের প্রধান হাতিয়ার করে পাড়ায় পাড়ায় প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের কাষ্ঠশালি চরকাষটোশালী চুপি প্রভৃতি গ্রামে প্রচার সারলেন বিদায়ী পঞ্চায়েত প্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়।
তিনি এদিন জানালেন যে উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করেছি। তাই ভোটে জিতবো একশো শতাংশ নিশ্চিত। ঢালাই রাস্তা থেকে শুরু করে আর্সেনিকমুক্ত পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করেছে এলাকার মানুষের জন্য। এছাড়াও বাড়ি বাড়ি পর্যাপ্ত জল পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ জলের সংযোগ লাইন দেওয়ার আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানিয়েছেন যে আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমাদের পঞ্চায়েত শ্রমিক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে গাড়িতে করে আবর্জনা তুলে নিয়ে আসছে। নোংরা-আবর্জনা বাড়ি থেকে তুলে আনার কাজে এলাকার মানুষ ভীষণ খুশি বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান।
এই পঞ্চায়েত এলাকায় প্রায় ২৫ হাজার লোকের বসবাস। পরিবারের সংখ্যা প্রায় ৬ হাজার।
পঞ্চায়েতে  আসন সংখ্যা ১৫টি। বিগত পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস মোট আসন পেয়েছিল ১০টি।
সিপিআইএম পেয়েছিল চারটি আসন। কংগ্রেস এর দখলে ছিল একটি আসন ।
পাঁচ বছর পর ফের আবার পঞ্চায়েত ভোট । পঞ্চায়েত ভোটকে ঘিরে  তৃণমূল বনাম সিপিআইএম প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এলাকার ভোটাররা জানিয়েছেন ।
পঞ্চায়েত প্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়  জানিয়েছেন যে একশো দিনের প্রকল্পে এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট ড্রেন প্রভৃতি কাজে খরচ করা হয়েছে প্রায় কুড়ি কোটি টাকা।
এলাকায় গড়ে তোলা হয়েছে একটি জৈব সার প্রকল্প। পঞ্চায়েতের অধীন চুপির পাখিরালয়ে বিনোদন পার্ক  ,গেস্ট হাউস ও পাখিরালয় এর সৌন্দর্যায়ন করতে খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। চুপি পাখিরালয় পৌঁছাতে পর্যটকদের যাতে অসুবিধা না হয় তার জন্য একটি ঢালাই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। প্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায়ের দাবি যে তাদের এলাকায় ৯০  শতাংশ ঢালাই রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ১০ শতাংশ ইটের রাস্তা রয়েছে এলাকায়। তিনটি আর্সেনিকমুক্ত পানীয় জল প্রকল্পের কাজ শেষ হয়েছে আরেকটি চরকাষটোশালীতে তৈরীর কাজ চলছে।
এলাকার নয়টি প্রাথমিক বিদ্যালয় তিনটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাটি ফেলা হয়েছে এবং পরিকাঠামো উন্নয়নে আর্থিক সাহায্য করা হয়েছে। অঙ্গনারী কেন্দ্র রয়েছে ২২ টি রয়েছে। শিশু শিক্ষা নিকেতন রয়েছে তিনটি। তবে বাইশটি অঙ্গনারী মধ্যে অধিকাংশ অঙ্গনারী কেন্দ্রের নিজস্ব ভবন তৈরি কাজ শেষ হয়েছে এবং বর্তমানে দুটিতে কাজ চলছে।
বাংলার আবাস যোজনা মোট ঘর দেয়া হয়েছে পাঁচ শতাধিক পরিবারকে। এছাড়াও গীতাঞ্জলি প্রকল্পে ঘর দেয়া হয়েছে ৫০টি। সংখ্যালঘু বিধবা ভাতা পাচ্ছেন কুড়িজন মহিলা। প্রতিবন্ধী ভাতা বর্তমানে মানবিক ভাতা দেওয়া হবে ৫০ জন কে।
এলাকার মানুষের জন্য সরকারের জনপ্রিয় প্রকল্প সমব্যথি প্রকল্পে সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন মোট শতাধিক গরীব পরিবার।
এছাড়াও কন্যাশ্রী প্রকল্প ও সবুজ সাথী প্রকল্পের সুযোগ এলাকার ছাত্রছাত্রীরা সাইকেল এবং আর্থিক বরাদ্দ পেয়ে উপকৃত হয়েছেন।
তাই পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস বিরোধীশূন্য পঞ্চায়েত ভোট করার লক্ষ্য নিয়ে প্রচার অভিযানে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী সমর্থক নেতা-নেত্রীরা।
অন্যদিকে সিপিআইএমের স্থানীয় বিধায়ক প্রদীপ সাহা অভিযোগ করেছেন যে তৃণমূলের উন্নয়ন নিয়ে যে প্রচার অভিযান প্রকৃত অর্থে তার বাস্তবায়ন হয়নি । তাই তিনি মনে করছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে পঞ্চায়েত বোর্ড সেই সাথে পঞ্চায়েত সমিতি ও দখল করবে সিপিআইএম। বিরোধীদের বক্তব্য খারিজ করে দিয়ে প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা তপন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে সরকারের উন্নয়ন যেভাবে হয়েছে মানুষ আমাদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here