রাজ্য পুলিশকে না জানিয়ে সরাসরি তল্লাশি, এনআইএ পূর্বাঞ্চলীয় কর্তাকে চিঠি ডিজি বীরেন্দ্রর

0
189

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এনআইএ কোনও গুরুত্বপূর্ণ খবর পেলে দেশের যে কোনও জায়গায় তল্লাশি চালাতেই পারে। কিন্তু শনিবার সকালে মুশির্দাবাদে ডোমকলে যে তল্লাশি অভিযান চালান এনআইএ গোয়েন্দারা, তার কোনও খবর ছিল না নবান্ন থেকে রাজ্য পুলিশ এমনকি মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছেও।

NIA | newsfront.co
প্রতীকী চিত্র

এদিকে নবান্ন বা রাজ্য পুলিশের খবর না থাকা নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিরোধীদল। এমনকি ডিজিকে আক্রমণ করে টুইট করেছেন খোদ রাজ্যপালও। কেন তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এভাবে রাজ্যে তল্লাশি অভিযান চালাল এনআইএ গোয়েন্দারা, তার ব্যাখ্যা চেয়ে পূর্বাঞ্চলীয় কর্তাকে চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র।

সূত্রের খবর, মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে যেভাবে ৬ জন যুবককে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজ্য প্রশাসনে৷ শনিবার ভোরে তল্লাশি চালিয়ে গ্রেফতারের পর এনআইএ আধিকারিকরা রাজ্য প্রশাসনকে জানিয়েছেন৷ গ্রেফতারের পর সেদিন বিকালেই আদালতে পেশ করা হয় ধৃত ৬ জঙ্গিকে৷

আরও পড়ুনঃ হর্ষবর্ধন লোধাকে অপসারণের পর ৮ শতাংশের বেশি শেয়ারপতন এমপি বিড়লার

এনআইএ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ আইনে ১৬, ১৭, ১৮, ১৮বি, ৩৮, ২০ ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত ৬ জনকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার এনআইএ বিশেষ আদালত।

আরও পড়ুনঃ সন্দেহভাজন আরও ২ আল-কায়দা জঙ্গির খোঁজে তল্লাশি এনআইএ’র

এর আগে খাগড়াগড় থেকে তানিয়া পারভিন, একাধিক ক্ষেত্রে রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতা রেখেই কাজ করেছেন এনআইএ গোয়েন্দারা। রাজ্য পুলিশ প্রাথমিক তদন্ত করলেও পরে সমস্ত তথ্য এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে।

তাহলে এবারে কেন তার ব্যতিক্রম করে রাজ্য পুলিশকে তথা বিরোধীদের আক্রমণের সুযোগ করে দেওয়া হল, সেই কথাই এনআইএ কর্তাকে জানতে চেয়েছেন ডিজি। যদিও এনআইএর তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here