বিশেষ অনুমোদন ছাড়া ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে পাড়ি দেবে না বিমান, নির্দেশ ডিজিসিএ-র

0
49

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। তাই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরলেও বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা এখনও জারি থাকছে। এবার আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার মেয়াদ বাড়াল ডিজিসিএ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল।

flight | newsfront.co
প্রতীকী চিত্র

বিশেষ অনুমোদন প্রাপ্ত বিমানগুলি ছাড়া আর কোনও বিমান ভারত থেকে বিদেশে পাড়ি দেবে না বা অন্য দেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। রবিবার একটি নির্দেশিকায় এমনটাই জানাল ভারতের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।

কোভিড পরিস্থিতির শুরুর দিকে ভিসা এবং আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে একটি নির্দেশিকা জারি করেছিল ডিজিসিএ। এবার সেই নির্দেশিকারই মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত করা হল। গোটা সেপ্টেম্বর মাস বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল।

আরও পড়ুনঃ মুম্বইয়ে কোভিড আক্রান্ত ১৮ জন শিশু, বাড়ল উদ্বেগ

শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে বেশ কিছু রুটে যে সমস্ত আন্তর্জাতিক বিমানকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানিয়েছে ডিজিসিএ। ডিজিসিএ দ্বারা বিশেষ অনুমোদন প্রাপ্ত বিমানগুলির ক্ষেত্রেও ছাড় থাকবে। এছাড়া, মালবাহী বিমানগুলি যেমন যাতায়াত করছিল তেমনই যাতায়াত করতে পারবে বলে জানিয়েছে ডিজিসিএ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here