শুক্রবার রাত থেকে ৩ দিন বন্ধ থাকছে ঢাকুরিয়া ব্রিজ

0
42

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনের সময় ব্যবহার করে শহরের একের পর এক ব্রিজ মেরামতির হাত দিয়েছে পূর্ত দফতর। এবার তাদের পরবর্তী লক্ষ্য ঢাকুরিয়া ব্রিজ। কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার রাত ১০টা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত তিন দিন অর্থাৎ কাছাকাছি ৫৬ ঘন্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ। ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে কোনও রকমের গাড়ি চলাচল করবে না। তারপরে এই সেতু ফের জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Flyover | newsfront.co
প্রতীকী চিত্র

যদিও লকডাউন থাকার কারণে আগের তুলনায় শহরে যান চলাচল অনেকটাই কমে গিয়েছে, তবু বহুদিন বাড়িতে বসে থাকার পর ব্যক্তিগত কাজে অথবা অফিস বা ব্যবসার প্রয়োজনে রাস্তায় বেরোতে বাধ্য হচ্ছেন বহু মানুষ। তাদের জন্য এই কদিনে বিকল্প রুট ঘোষণা করেছে পুলিশ।

আরও পড়ুনঃ লকডাউন নিয়ে বীরভূমে জরুরী বৈঠক

জানানো হয়েছে, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে সার্দান অ্যাভিনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে অটো চলবে। ছোট গাড়ি গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভিনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যাতায়াত করবে।

আরও পড়ুনঃ সাপ্তাহিক ২ দিনের লকডাউনে কলকাতা বিমানবন্দরে বন্ধ উড়ান

বাস চলাচলের ক্ষেত্রে গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভিনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে বাদ গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করতে পারে বলে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here