বৌ ফেরাতে শ্বশুর বাড়ির সামনে ধর্ণা

0
2394

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Dharna in front of in laws house for returned wife
নিজস্ব চিত্র

পালিয়ে যাওয়া বউকে ফেরাতে ধর্নায় বসলেন
উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের গোপাল বল।

গোপালের দাবি,চলতি বছরের ২৬ এপ্রিল কানকির বাসিন্দা মনখুশি সরকারের সঙ্গে রেজিস্ট্রি হয় তাঁর।২১ জুন তাঁদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল।কিন্তু,তিনি জানতে পারেন তাঁর স্ত্রীকে পাওয়া যাচ্ছেন না।

Dharna in front of in laws house for returned wife
নিজস্ব চিত্র

গোপালের দাবি,এই বিষয়ে শ্বশুরবাড়ির লোকও কোনও সাহায্য করছে না।এরপরই তিনি শ্বশুরবাড়ির সামনে ধর্ণা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর আজ সকালে বউকে খুঁজে দেওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তিনি।সঙ্গে প্ল্যাকার্ড, “বউ চাই”।

আরও পড়ুনঃ ভালোবাসার মূল্য চেয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় প্রেমিক

গোপালবাবু বলেন,”বিয়ের ১৩ দিন আগে আমার বউ পালিয়ে গেছে।আমি আমার বউকে ফেরত চাই।যতক্ষণ না বউকে এনে দিচ্ছে ততক্ষণ শ্বশুরবাড়ির সামনে ধর্ণা চলবে।”

এবিষয়ে গোপাল বলের শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিক্রিয়া মেলেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here