সেনাবাহিনীর বিশেষ অপারেশন গ্রুপের প্রথম প্রধান ধিনগ্রা

0
52

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

স্থল,বায়ু ও নৌ সেনা নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক তৈরি বিশেষ অপারেশন গ্রুপের প্রথম প্রধান নির্বাচিত হলেন মেজর জেনারেল এ কে ধিনগ্রা।

Dhingra first chief of the Special Operation Group of the army
এ কে ধিনগ্রা।ছবিঃএএনআই

প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ,প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র এবং তিন বাহিনীর প্রধান যথেষ্ট তৎপরতার সাথে বিশেষ অপারেশন গ্রুপ তৈরি করেন।তিনটি বিভাগের অভিজ্ঞ ও দক্ষ সেনা ও সেনা আধিকারিকদের বাছাইয়ের মাধ্যমে এই গ্রুপে নিয়োগ করা হয়।

উল্লেখ্য বিশেষ অপারেশন গ্রুপের প্রধান নির্বাচিত প্রধান মেজর জেনারেল এ কে ধিনগ্রাএ ধরনের বিশেষ অপারেশন গ্রুপকে নেতৃত্ব দেওয়ার জন্য আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানা গেছে।পূর্বে তাঁকে এএফএসওডি-র প্রধানের দায়িত্ব দেওয়া হয়ে ছিল বলে জানা গেছে।পাশাপাশি জানা গেছে অাটের দশকের শেষভাগে শ্রীলঙ্কায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দিলে ভারত সরকার সেখানে শান্তিসেনা পাঠায়।সেই শান্তি সেনাবাহিনীতে ছিলেন এই এ কে ধিনগ্রা।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্র সচিবকে অপসারণ,দায়িত্ব সামলাবেন মুখ্যসচিব

এনডিটিভি সূত্রে জানা গেছে,আপাতত আগ্রা ও ব্যাঙ্গালুরুর প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর থেকে বিশেষ অপারেশন গ্রুপের কাজ চলবে।আগামীতে দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ অপারেশন গুলোর ক্ষেত্রে এ বিশেষ বাহিনী সরকারের প্রধান কার্যকরী হাতিয়ার বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here