নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে মূল জল্পনার কর্ণধার হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী, তারই মাঝে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ ধীরেন্দ্রনাথ পাত্র। জানা গিয়েছে তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি শিশির অধিকারী কে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
মমতা ব্যানার্জির, শুভেন্দু অধিকারীর প্রতি বঞ্চনা মেনে নিতে না পেরে দল থেকে রিজাইন করলেন এবং আগামী দিনে শুভেন্দু অধিকারীর সাথে থাকার বার্তা দেন তিনি।
আরও পড়ুনঃ কৃষকদের সমস্যার সমাধান না হলে অনশনে বসবেন আন্না হাজারে
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলনের ফলে দলের পরিবর্তন হয়েছিল। ৩৪ বছর বাম শাসনের পর তৃণমূল ক্ষমতা আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী কে ডাকা হয়নি এমনটাই মন্তব্য করলেন ধীরেন্দ্রনাথ পাত্র, পাশাপাশি দল তাকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও দাবি করেন।
তবে আগামী দিনে শুভেন্দু অধিকারীর পাশে থাকবেন এবং মানুষের সাহায্য করবেন, এমনটাই জানালেন ধীরেন্দ্রনাথ পাত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584