সালারের দক্ষিণখন্ডে ধীরাজ তলার মেলার উদ্বোধন

0
75

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

রবিবার সালার থানার অন্তর্গত দক্ষিণখন্ড গ্রামে ধীরাজ তলার মেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলাম। এদিন উপস্থিত ছিলেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক, ভরতপুরে ২ নম্বর পঞ্চায়েত সভাপতি বিউটি দে ও অন্যান্য নেতৃবৃন্দরা।

TMC Members
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরেই দক্ষিণখন্ড গ্রামে দোল উৎসবের পূর্বে এই ধীরাজ তলার মেলা অনুষ্ঠিত আসছে। ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে রবিবার মেলার উদ্বোধন হয়। এই উপলক্ষে পাঁচদিন ব্যাপি মেলা বসে। দোলের দিন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এদিনের এই মেলা উপলক্ষে আগত অতিথি ও বিভিন্ন গ্রামের ভক্তদের মধ্যে আশ্রমের পক্ষ থেকে মহাভোগের আয়োজন করা হয়।

Prasad distribution
নিজস্ব চিত্র

আগামী দোল উৎসব পর্যন্ত এই ভোগ খাওয়ানো কর্মসূচি চলবে। এই দিন মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল সভাপতি আনারুল ইসলাম, সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও অন্যান্য নেতৃত্বরা এই মহাভোগে অংশগ্রহণ করেন। প্রথম দিন সাত থেকে আট হাজার ভক্তদেরদের মহাভোগ খাওয়ানো হয়।

আরও পড়ুনঃ দোল উৎসবকে সামনে রেখে ভেষজ আবির তৈরি কর্মশালা বনওরীবাদ হাইস্কুলে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here