নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
১৩তম আইপিএল তার দিন গোনা শুরু। এবার আর সময় বেশি নষ্ট করতে হবে না ম্যাচ দেখার জন্য দর্শকদের। অর্থাৎ আমির শাহিতে আইপিএল সূচিতে কোনও ডাবল হেডার থাকছে না। টুর্নামেন্টে দিন বেড়েছে, তাই ডাবল হেডার বা দিনে দুটো করে ম্যাচ রাখা হল না সূচিতে। পূর্ণাঙ্গ সূচি আট ফ্র্যাঞ্চাইজিকে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই।

মার্চ মাসে শুরু হওয়া পুরোনো সূচির রেশ থাকছে। সেই অনুযায়ী ১৯ সেপ্টেম্বর ধোনি-রোহিত দ্বৈরথ দিয়েই শুরু ১৩তম আইপিএল। অর্থাৎ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স চেন্নাই সুপারকিংস।

আগের সূচির মতোই কলকাতা নাইটরাইডার্স প্রথম ম্যাচ খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তারপরের দিনেই, তবে ম্যাচ-ভেন্যু সূচিতে নেই।
আরও পড়ুনঃ ২০১৪ ইংল্যান্ড সফর আমাকে শিক্ষা দিয়েছিলঃ বিরাট
হিসেব মতো দুবাই, আবুধাবি, শারজা, এই তিনটি ভেন্যুর মধ্যে একটা জায়গায় হবে। এই সপ্তাহে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ভেন্যু ঠিক হবে। তার আগে সেখান কার সরকারের সঙ্গে কথা বলবে বোর্ড। তারপরেই ঘোষণা হবে ভেন্যুর। আপাতত কোনো মতে এবারের আইপিএল উতরে দেওয়াই লক্ষ্য সৌরভের বোর্ডের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584