স্পোর্টস ডেস্কঃ
প্রথম ম্যাচে স্লো ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতে হয়েছিল ধোনিকে। সেই ম্যাচে ভারত হারে। আজকের ইনিংসের শুরুটাও অনেকাংশে প্রথম ম্যাচের মতোই ছিল। প্রথম ম্যাচে পঞ্চাশ করে গিয়ার চেঞ্জ করার আগেই আউট হওয়ায় সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আজ কিন্তু তা হয়নি। একেবারে ম্যাচ শেষ করে ফিরেছেন ধোনি। ধোনি ও কেদার যাদবের অপরাজিত ৮৭ ও ৬১ রানের সুবাদে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে ঐতিহাসিক সিরিজও জিতে নিল ভারত।
টসে জিতে ভুবনেশ্বর কুমারের প্রাথমিক ধাক্কা ও চাহালের ৬ উইকেট তুলে নেওয়ার সুবাদে ভারত অস্ট্রেলিয়াকে ২৩০ রানেই অলআউট করে দেয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যান্ডসকম্ব সর্বোচ্চ ৫৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমদিকেই রোহিত শর্মা(৯) ও ধাওয়ানের(২৩) উইকেট হারালেও বিরাট ও ধোনি ইনিংসের হাল ধরেন। পরে বিরাট কোহলি ৪৬ রান করে আউট হলেও ধোনি, কেদার যাদবকে সঙ্গে নিয়ে ভারতকে সিরিজ এনে দেন।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন যযুবেন্দ্র চাহল ও সিরিজ সেরা নির্বাচিত হন ধোনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584