নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দিল্লী ও পাঞ্জাব ম্যাচের পর ফের আইপিএলে প্রশ্নের মুখে আম্পায়ারিং। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচে। রাজস্থানের ব্যাটিংয়ে ১৮তম ওভারে বল করছিলেন চেন্নাইয়ের দীপক চাহার। তাঁর পঞ্চম বল রাজস্থানের কারেনের থাই প্যাডে লেগে জমা পড়ে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হাতে।
চাহার ও ধোনি আউটের আবেদন করলে ভারতীয় আম্পায়ার সামসুদ্দিন আউট দেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায় সেটা আউট ছিল না।
আরও পড়ুনঃ চোট গুরুতর আইপিএল থেকে ছিটকে যেতে পারেন মার্শ
রাজস্থানের রিভিউও আর বাকি ছিল না। হতাশ হয়ে ফেরার আগে কারেন দাবি করেন বল তাঁর ব্যাটে লাগেনি। ফিল্ড আম্পায়াররা তখন নিজেদের মধ্যে আলোচনা করে তৃতীয় আম্পায়ারের কাছে যান।
আরও পড়ুনঃ স্মিথদের ঝড়ে উড়ে গেলো ধোনির চেন্নাই এক্সপ্রেস
ধোনি এগিয়ে এসে হতাশা প্রকাশ করেন কেন আউট দেওয়ার পর ব্যাটসম্যান ক্রিজের থেকে বেরিয়ে গেলেও নট আউট দেওয়া হচ্ছে। তবে ধোনির কথা শোনা হয় নি। ম্যাচ শেষেও মাহি বলে, আম্পায়ারদের আরও বেশি সচেতন হওয়া দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584