অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
কখনো মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলেন নি, কিন্তু ম্যাচ রেফারিং করার সময় ঠান্ডা মাথার ধোনিকে দেখেছেন প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। আর ক্যাপ্টেন কুলকে দেখে মুগ্ধ তিনি।
শ্রীনাথ ধোনির প্রতি মুগ্ধ হয়ে বলেন, ‘ধোনির সব থেকে বড় গুন হলো, প্রবল চাপেও আত্মবিশ্বাসী, হাজারো চাপের মধ্যেও ওকে টলানো কঠিন। মাথা এতটা ঠান্ডা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আর ফিনিশার হিসাবে যদি বলেন তাহলে বলবো, অসাধারণ। বিশ্বের সেরা।
ধোনি দলে যে কজন বোলার নিতো তাদের নিয়ে পরিকল্পনা আগে থেকেই করা থাকতো। আর বোলাররাও জানতো ধোনি ওদের কাছ থেকে কি চাইছে। আমি একজন বোলার হিসেবে মুগ্ধ ওর উপর।
আরও পড়ুনঃ মোদীর খোলা চিঠি ধোনিকে, উত্তর দিলেন মাহিও
তিন ধরণের আইসিসি ট্রফি জিতেছে সে কারণে আমি ওকে সেরা অধিনায়ক বলবো। ওকে আমি জাতীয় দলে খেলার এক বছর আগে কেনিয়াতে দেখি কি জোরে জোরে মারতো। আগামী দিনে যাই করুক সেরা কাজ টাই করবে, শুভেচ্ছা রইলো ওর জন্য।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584