নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে রান আসছিল না মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেই কারণে তাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান। আর নেমেই বাজিমাত।
বিশাখাপত্তনমে পাকিস্তানের বিরুদ্ধে ঝড়ের গতিতে শত রান করে ১৪৮ রান করে নিজের জাত চিনিয়ে দেন মাহি। তবে অধিনায়ক হয়ে ধোনি উপরের দিকে ব্যাট করতে নামেন নি। আর তাতেই অবাক হলেন তার প্রথম অধিনায়ক সৌরভ।
আরও পড়ুনঃ ধোনিকে তার সম্মান দেয়নি বিসিসিআইঃ সাকলিন
ধোনির অবসরের পর তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘উপরের দিকে ব্যাট করতে নামলে আরও অনেক বড় রান পেতেন ধোনি। আমি নিজে অবসর নেওয়ার পরে বহু বার বলেছিলাম ধোনির উপরের দিকে ব্যাট করতে যাওয়া উচিত।’
আরও পড়ুনঃ ধোনিকে নিজের স্বামীর সঙ্গে তুলনা সানিয়ার
পরিসংখ্যান বলছে ধোনি তিন নম্বরে ব্যাট করতে নেমে গড় ৮২.৭৫। সৌরভ বলছেন, ‘ওয়ানডে-তে চিরকাল ছ’নম্বরে ব্যাট করলে সচিন কোনওদিনই আজকের এই জায়গায় এসে পৌঁছতে পারত না। ড্রেসিংরুমে ব্যাট হাতে বসে থেকে কেউ বড় ক্রিকেটার হতে পারে না। এরজন্য আমি সেহওয়াগকে উপরে পাঠাই। ধোনিকেও তাই করি ওর ছয় মারার দারুণ ক্ষমতা ছিল। কেরিয়ারের শেষের দিকে ধোনি নিজের খেলার ধরন বদলে ফেলে। আমি তাতে অবাক হই। ম্যাচ ফিনিশ তিন নম্বরে নেমেও করা যায়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584