মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
ব্যাট হাতে নিজের দক্ষতার পাশাপাশি নিজের শিল্পকলাকে সকলের সামনে মেলে ধরলেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার তরফে সৌরশক্তি ব্যবস্থা, একটি জিমন্যাশিয়াম, ফিটনেস ক্লাব এবং ক্যাফে উদ্বোধন করা হয় স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন ধোনি এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
সেখানেই ধোনি প্রত্যেককে চমকে দেন পিঁয়াজপাতা দিয়ে বাঁশি বাজিয়ে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও তাজ্জব হয়ে যান ধোনির এমন কর্মে। তাঁর সেই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। তারপরেই সেই ভিডিও ভাইরাল।
Jharkhand: Chief Minister Hemant Soren and Mahendra Singh Dhoni at an event at JSCA Stadium in Ranchi. pic.twitter.com/fHO0qAirnk
— ANI (@ANI) January 22, 2020
ক্রিকেট সমাজ ধোনির এই দক্ষতায় কুর্নিশও করেছে তারকাকে। ধোনি সেই ইভেন্টে বলেন, “আশা করি ঝাড়খণ্ডের গৌরব শুধু ভারতে নয়, গোটা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে। ক্রিকেটারদের বলব, তোমরা ভাল করে অনুশীলন করো। রঞ্জিতে খেলে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করো।” ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, “মুখ্যমন্ত্রী হিসেবে স্টেডিয়ামের এই পরিকাঠামোর সূচনার করতে পেরে ভাল লাগছে। এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপিত হয়েছিল গুরুজি (শিবু সোরেন)র হাত ধরে। এই স্টেডিয়াম তাঁর কর্মকাণ্ডের প্রতীক। এভাবেই গোটা রাজ্যের উন্নয়ন করে চলব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584