নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
আর কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হবে ইডেনের ক্রিকেট মিউজিয়াম। যেখানে বিভিন্ন তারকা ক্রিকেটারদের স্মারক রাখা থাকবে, বাদ যাবেন না সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিও।
বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়কের ব্যবহৃত ক্রিকেটীয় সরঞ্জাম ইডেন গার্ডেন্সে রেখে দিতে চাইছে সিএবি। ধোনির নেতৃত্বে আইসিসির তিনটি টুর্নামেন্টে-সহ একাধিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই মুহূর্তগুলির কোলাজ ও থাকবে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, “মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইডেন গার্ডেন্সের সম্পর্ক অনেক পুরনো, তাই এমন সিদ্ধান্ত আমাদের। ভারতীয় দলের নেতৃত্বও দিয়েছেন। আইপিএল আর বোর্ডের ঘরোয়া টুর্নামেন্টেও খেলেছেন বহু ম্যাচ, শত রান ও করেছেন। আমরা ধোনির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। ‘
আরও পড়ুনঃ ধোনির ফেয়ারওয়েল ম্যাচ করতে চায় বোর্ড
একই সঙ্গে ভারত ২০১১ ওয়ান-ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত সেই বিশ্বকাপে ইডেনে ম্যাচ না খেললেও বিশ্বকাপ জেতার পাঁচ মাস পর ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে ধোনির ব্যাট, প্যাড, গ্লাভস সংরক্ষণ করা হবে। প্রসঙ্গত তিন বছর আগে ভারত ও ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচে ইডেনে ধোনিকে সংবর্ধনা দেয় সিএবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584