পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানা লাহাতারা ২ নং গ্রাম পঞ্চায়েত অন্তর্গত প্রেতকুড়া গ্রামে এবারে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় প্রেমিকা।
দুই দিন থেকে ধর্নায় প্রেমিকা, প্রায় খাওয়া দাওয়া বন্ধ অসুস্থ হয়ে পড়ছে প্রেমিকা রীতা সিংহ। ধর্নায় বসা প্রেমিকার বাড়ি করণদিঘী থানা বিহিনগর গ্রামে। রিতার স্কুল জীবনের আট বছর ধরে ভালোবাসা, প্রেতকুড়া গ্ৰামের বাসিন্দা বিপ্লব পালের সাথে।
আট বছর ধরে সম্পর্কের হঠাৎই টানাপোড়নে হঠাৎই তা অস্বীকার করে প্রেমিক।
ছেলেটির পরিবারের লোকজন তাদের দুজনের ভালোবাসা না মেনে নেওয়ার হঠাৎই বিচ্ছেদ ঘটে দুজনের। সম্পর্কের এই বিচ্ছেদ মেনে নিতে না পারায় ছেলেটির বাড়ির সামনে ধরনায় বসে প্রেমিকা রিতা।
দুইদিন হয়ে গেলো এখনও ধরনায় রয়েছে রীতা। রিতার বক্তব্য আট বছরের ভালোবাসা ফিরিয়ে দিতে হবে। ছেলেটিকে বিয়ে করবে সে এই নিয়ে অসুস্থ অবস্থায় রয়েছেন।
আরও পড়ুনঃ কমিউনিটি হল ব্যবহারের দাবিতে সরব লোধা সম্প্রদায়
ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ধর্ণারত মেয়েটিকে দেখতে বহু মানুষ ভীড় করছে ছেলের বাড়ির সামনে।
গ্রামবাসী সহ সাধারণ মানুষজন বললেন রীতা ভালোবাসা ফিরিয়ে দিতে হবে। আমরা সকলেই রীতা পাশে রয়েছি, এখনো অবদি প্রশাসন থেকে কেউ মেয়ে ও ছেলের পরিবার থেকে অভিযোগ করিনি বলে প্রশাসন ঘটনাস্থলে আসেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584