উড়ল ‘ধুলোকণা’, স্টার কাস্টে দুর্দান্ত চমক

0
699

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

শুরু হল ধারাবাহিক ‘ধুলোকণা’। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে এল এই ফ্যামিলি ড্রামা। শুরুতে যাঁদের নাম জানা গিয়েছিল তাঁরা ছাড়াও প্রথম পর্বে যাঁদের দেখা মিলল তাঁরা এক প্রকার চমকে দিলেন দর্শককে।

Dhulokona
ছবি : ফেসবুক

এই ধারাবাহিকে ঠাকুমার ভূমিকায় আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। বরাবরের মতো মমতাময়ী এক চরিত্র তাঁর এখানে। পিসিমণির ভূমিকায় রত্না ঘোষাল। এখানে একেবারে অন্য ইমেজে ধরা পড়লেন রত্না ঘোষাল। এমনভাবে কেউ তাঁকে দেখেনি কখনও। নিষ্ঠুর, স্বার্থপর, মুখোড়া। যে কিনা বাড়ির একজন মানসিক ভারসাম্যহীন মেয়ের সঙ্গেও ভাল ব্যবহারটি করে না৷ হলফ করে বলতে পারি, এমন রত্না ঘোষালকে কেউ চেনে না।

Dhulokona Bangla serial
ছবি: ফেসবুক

মানসিক ভারসাম্যহীন মেয়ে সোনার ভূমিকায় প্রীতি বিশ্বাস। প্রীতি এর আগে ‘সৌদামিনীর সংসার’ সহ বহু ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এই মুহূর্তে ‘শ্রীময়ী’ ধারাবাহিকেও এক অল্পবয়সি বিধবা গৃহবধূর চরিত্রে আছেন তিনি। বাড়ির এক ছেলের ভূমিকায় ঋষভ চক্রবর্তী। ঋষভ কদিন আগেই শেষ করেছেন ‘পাণ্ডব গোয়েন্দা’য় নিজের বিলু ইমেজ।

আরও পড়ুনঃ আসছে ‘তিন শক্তির আধার-ত্রিশূল’, ভিলেনি ইমেজে ফিরছেন দেবলীনা দত্ত মুখার্জি

Tele actress
ছবি: ফেসবুক

এখানেই শেষ নয়, বাড়ির এক মেয়ের চরিত্রে আছেন শ্বেতা মিশ্র। এর আগে ‘জাহানারা’ ধারাবাহিকে সকলের নজর কেড়েছেন তিনি মুখ্য চরিত্রে। এরপর ওয়েব সিরিজ করেছেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘প্রেম টেম’-এও অভিনয় করেছেন শ্বেতা। এবার আসি নায়কের কথায় নায়কের ভূমিকায় ইন্দ্রাশিস রায়। তাঁর মায়ের চরিত্র ঋতা দত্ত চক্রবর্তীর নাম আগেই জানিয়েছি। ইন্দ্রাশিস অর্থাৎ লালনের বাবার চরিত্রে ফাল্গুনি চট্টোপাধ্যায়। দিদির চরিত্রে সাহানা সেন।

আরও পড়ুনঃ টেলিপর্দায় ফিরলেন টলিউডের ‘বিবি পায়রা’ পাপিয়া অধিকারী

এই প্রসঙ্গে আরও দুজনের কথা বলতেই হয়। তাঁরা হলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং অনিন্দিতা রায়চৌধুরী। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতেই তাঁরা ‘দেশের মাটি’ ধারাবাহিকে রয়েছেন স্বামী-স্ত্রী’র ভূমিকায়। এখানেও তাই। কিন্তু চরিত্রে আকাশ পাতাল পার্থক্য। এখানে তাঁরা খানিকটা স্বার্থপর গোছের। বাকিটা তো জানতে হলে দেখতে হবে ‘ধুলোকণা’। প্রতিদিন রাত ৮ টায় চোখ রাখুন স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here