তাঁর থেকেও বড় হয়ে মেসি দলে, আর তিনি বাদ অবাক ডি মারিয়া

0
98

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

পিএসজি জার্সিতে দারুন ফুটবল উপহার দিচ্ছেন এঙ্গেল ডি মারিয়া। একের পর এক সাফল্য পাচ্ছেন এই উইঙ্গার। তবুও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা হয়নি তার। তাই লিওনেল মেসির দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ ডি মারিয়া!

Lionel Messi | newsfront.co

তাঁর দেশের এক সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান ‘বুঝতে পারছি না এটা কি হল!আমি বাকরুদ্ধ। আমার বয়স ৩২, অনেকের কাছে এটাই বড় হয়ে দাঁড়িয়েছে। কেন আমার বয়স নিয়ে কেন এত প্রশ্ন! আমি তো প্রতি ম্যাচে একই ভাবে পারফর্ম করে যাচ্ছি।

আরও পড়ুনঃ বর্ষ সেরা ভারতীয় ফুটবলার গুরপ্রীত

শারীরিকভাবে ফিট থাকা সত্ত্বেও তবুও কেন আমি দলে নেই! তবে আমি আমার জায়গা ফিরে পেতে লড়াইটা চালিয়েই যাব। আমি নিশ্চিত জায়গা পাবোই। এখনও দেশকে অনেক কিছু আমার দেওয়ার আছে, এখানেই শেষ নয়। অক্টোবরের শুরুতে ইকুয়েডর আর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপের টিকিট পেতে লড়াই শুরু মারাদোনার দেশের। দলে আছেন মেসি আর ওটামেন্ডি।

আরও পড়ুনঃ পাঁচ বছরের জন্য সন্দেশ এটিকে-বাগানের

তাঁদের বয়স নিয়ে ডি মারিয়া জানান, ‘৩২ বছরেই আমি যদি বুড়ো হয়ে গিয়ে থাকি তাহলে সবার ক্ষেত্রেই তা মানা উচিত! মেসির ক্ষেত্রে সেটা হল না কেন। আর ওর তো সাম্প্রতিক পারফরমেন্সও ভালো না। অথচ নামের জোরে ও দলে থেকে গেল, এটা কেমন নিয়ম।

আমি তো প্রত্যেক ম্যাচে নেইমারের সঙ্গে খেলে দেখাচ্ছি আমি ফুরিয়ে যাই নি। সেরা খেলাটা খেলছি। আর ওটামেন্ডির ক্ষেত্রেও সেটা হল না। ও কি কারোর কাছের বলে তাঁর জন্য !জানি না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here