করোনা নিয়ে বিভ্রান্তিতে মেডিক্যালে ডায়ালিসিস ছাড়াই এক সপ্তাহ ধরে পড়ে রয়েছেন মুমূর্ষু রোগী

0
38

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

হাসপাতালের ‘ডিসচার্জ রিপোর্টে’র গেরোয় চূড়ান্ত মাশুল দিতে হল এক মুমূর্ষু রোগীকে। কিডনির অসুখে ভোগা ‘করোনা আক্রান্ত’ এক রোগীকে নিয়ে টানাহেঁচড়ার ঘটনায় সামনে এল এমনই বিস্ফোরক অভিযোগ। ফলে রোগীকে ছেড়ে দিয়েও ফের ভর্তি করতে বাধ্য হল কলকাতা মেডিক্যাল

kolkata medical | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, ওই ব্যক্তির দুটি কিডনি-ই নষ্ট হয়ে গিয়েছিল। তাই ডায়ালিসিস চলছিল। এরমধ্যেই তিনি করোনা আক্রান্ত হন। এরপর সেই রোগীকে ২২ দিন চিকিৎসা করে বাড়ি পাঠিয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। কিন্তু ডিসচার্জ পেপারে কোথাও লেখা হয়নি যে ওই রোগী করোনামুক্ত হয়েছেন। অভিযোগ, বাড়ি ফিরেই ফের তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।

এরপর পরিবারের লোকেরা ওই রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যায় বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানে রিপোর্ট দেখে চিকিৎসকরা বলেন, তিনি তখনও করোনা আক্রান্ত রয়েছেন। অথচ তিনি ছিলেন পরিবারের সঙ্গেই। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে পরিবার। তাঁকে ফের পাঠানো হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুনঃ পরিবেশ বান্ধব বাস পরিষেবায় ‘ভারতে রোল মডেল কলকাতা’, বিশ্বে চতুর্থ

অভিযোগ, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হওয়ার পরেও এক সপ্তাহ কেটে গিয়েছে। হাসপাতাল ফের তাঁর করোনা পরীক্ষা করার জন্য নমুনা পাঠিয়েছে। কিন্তু নতুন করে রিপোর্ট না আসায় এখনও ডায়ালিসিস শুরু হয়নি। এদিকে এই মুহূর্তে রোগীর শারীরিক যা পরিস্থিতি, তাতে তাঁর সপ্তাহে ৩ দিন করে ডায়ালিসিসের প্রয়োজন। পরিবারের অভিযোগ, এই মুহূর্তে মরণাপন্ন অবস্থায় হাসপাতালের বেডে পড়ে রয়েছেন রোগী। এই অবস্থায় রোগীর আকস্মিক মৃত্যু হলে তার দায় নিতে হবে হাসপাতালের গাফিলতিকেই, অভিযোগ পরিবারের। বিষয়টি বৌবাজার থানাতেও তারা জানিয়ে রেখেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here