সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডায়মন্ডহারবারের কৃষক বাজার। রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকার চেওড়াতে তৈরি করা হয় এই কৃষক বাজার।
করোনা আবহের জেরে ডায়মন্ডহারবার এলাকার সরিষার পাইকারি সবজি বাজার সরিষা হাট থেকে স্থানান্তরিত করে সরিষা হাই স্কুল মাঠে বসানো হয়। অস্থায়ীভাবে ওই মাঠেই এতদিন কৃষক ও পাইকারি সবজি ব্যবসায়ীরা সবজি কেনাবেচা করতেন। আর এবার পাকাপাকিভাবে চেওড়ার কৃষক বাজারকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হল।
আরও পড়ুনঃ ডোমকলে পালিত হল মাদক বিরোধী দিবস
এদিনের কৃষক বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার দু’নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজির উদ্দিন সরকার, ডায়মন্ডহারবার থানার পুলিশ আধিকারিক পার্থ ঘোষ, ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহবুব রহমান গায়েন, ডায়মন্ডহারবার দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির কালিদাস প্রামাণিক সহ অন্যান্যরা।
নিজেদের নির্দিষ্ট একটি সবজি বাজার হওয়াতে খুশি কৃষক থেকে পাইকারি সবজি ব্যবসায়ীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584