হোমগার্ডে ডায়মন্ড হারবারের সেই পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে, প্রমোশন রাজীব মিশ্রের

0
142

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

তাদের ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল আগেই। শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিরাপত্তা গাফিলতির অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে তাদের ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Rajib Mishra | newsfront.co
রাজীব মিশ্র

যদিও এই আইপিএসদের কেন্দ্রের তলফি জোর করে বদলি করায় সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। এবার ওই তিন আইপিএস এর মধ্যে একজনকে বদলি এবং একজনকে পদোন্নতি করল রাজ্য প্রশাসন। তৃতীয় জনকে তার পদেই রেখে দেওয়া হয়েছে।

Bholanath Pande | newsfront.co
ভোলানাথ পান্ডে

জানা গিয়েছে, ‘ডায়মন্ড হারবার-কাণ্ডে’ বিতর্কিত পুলিশ অফিসার ভোলানাথ পাণ্ডেকে বদলি করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারের পদ থেকে হোমগার্ডের এসপি পদে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রবীণ ত্রিপাঠি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ পদে ছিলেন তাকে সেই পদে রেখে দেয়া হয়েছে আর রাজীব মিশ্র ইন্সপেক্টর জেনারেল সাউথ বেঙ্গল ছিলেন তাকে পদোন্নতি করে এডিজি সাউথ বেঙ্গল পদে পাঠানো হয়েছে।

Police service cell | newsfront.co

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে আগেই ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য বিপিআরডি (ব্যুরো অব পুলিশ রিসার্চ)-তে পাঠায়। এছাড়া প্রবীণ ত্রিপাঠি কে তিন বছরের জন্য সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো এবং রাজীব মিশ্র আইটিবিপি অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার পাঁচ বছরের জন্য বদলির নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের আপত্তিতে এরা কেউ সেখানে যেতে পারেনি। যদিও নবান্নের তরফে এই বদলিকে ‘রুটিন’ হিসেবেই বলা হয়েছে।

Change posting | newsfront.co

যদিও এই প্রথম নয় এর আগে আরেক বিতর্কিত আইপিএস রাজীব কুমার কেও নবান্নের তরফে আইপিএস থেকে আইএএস পদে বদলি করা হয়েছিল। ওই অফিসারদের বদলি করে রাজ্য-কেন্দ্রকেই কোন বার্তা দিতে চাইল কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে। ভোলানাথ-অভিজিতের সঙ্গেই আরও কয়েক জন পুলিশ কর্তার বদলি হয়েছে।

আরও পড়ুনঃ ফের করোনায় মৃত্যু কলকাতা পুলিশের অফিসারের

বারাসতের এসপি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজনারায়ণ মুখোপাধ্যায়। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি পদে ছিলেন। হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকা সুরিন্দর সিংহকে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়কে রাজ্য সশস্ত্র পুলিশেরতৃতীয় ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্টের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি অসীম খানকে ফরাক্কার এসডিপিও করা হয়েছে।শিবপ্রসাদ পাত্রকে ডেপুটি কমান্ডান্ট, রাজ্য সশস্ত্র পুলিশ তৃতীয় ব্যাটালিয়ন থেকে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here