নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত ৬ ফেব্রুয়ারি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আধিকারিককে মারধরের ঘটনার পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানাকে পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী দল থেকে সাসপেন্ড করেন। এবং সভাপতির পদ সহ কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের পদ থেকে অব্যাহতি দেন।
এরপর ৯ ফেব্রুয়ারি দিবাকর বাবু কোলাঘাট থানায় আত্মসমর্পণ করলে তমলুক কোর্টের নির্দেশে হাজতবাস হয় তার। এবং পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে ১৭ই ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত সভাপতির পদে বসেন সোভা সাহু। বেশ কয়েকদিন হাজতবাসের পরে জামিন পান তিনি। দীর্ঘ সাত মাস কোন দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি দিবাকর বাবুকে।
আরও পড়ুনঃ বাবা মা থেকেও নেই, ঈশ্বরই ভরসা তপনের নাবালক সুশান্ত – প্রশান্তদের
আরও পড়ুনঃ দাঁতনে প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল জেলা সভাপতির
এরপর এলাকার অঞ্চল প্রধানের ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সম্মতিক্রমে আজ পুনরায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সভাপতি পদে বসেন দিবাকর জানা। যদিও আজ ভারপ্রাপ্ত সভাপতি সোভা সাউ, কর্মাধ্যক্ষ জয় দেব বর্মন এবং শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী শহীদ মাতঙ্গিনী ব্লকের অবজারভার তথা বল্লুক দুই নম্বর অঞ্চলের প্রধান শরৎ মেটা কে দেখা যায়নি।
যদিও এখনও জেলা সভাপতি কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতির প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। দিবাকর বাবু জানান, তিনি উকিল মারফৎ পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও মহকুমা শাসককে লিখিত ভাবে দায়িত্ব ভার নিতে চান বলে জানিয়েছিলেন।
তাই আজ সেই মতো সভাপতির পদে আবার বসেন। তবে আজ এই ঘটনা কে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তমলুক ও কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584