নিজের দলীয় কর্মীর বিরুদ্ধেই কাটমানির অভিযোগ দিব্যেন্দুর

0
74

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

আবারও অন্তর্দ্বন্দ্বের ছবি উঠে এলো। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার তৃণমূল নেতা দেবপ্রসাদ মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ কর্মী নিয়োগে কাটমানি ও টাকা নিয়েছেন বললেন সংসদ দিব্যেন্দু অধিকারী।

Dibyendu Adhikari | newsfront.co
দিব্যেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া টাউনশিপ রিফাইনারি মেন্টেনেন্স কন্ট্রাকটর ওয়ার্করস ইউনিয়ন এর সাধারণ সভায় উপস্থিত হয়ে বললেন সংসদ দিব্যেন্দু অধিকারী।

meeting | newsfront.co
সাংসদ সংবর্ধনা। নিজস্ব চিত্র

হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির পদ ঘিরে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীকোন্দোল শুরু হয়েছিল কিছু দিন আগে। সভাপতির পদ থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে সভাপতি হিসেবে দাবি করেন হলদিয়া পুরসভার কাউন্সিলর তথা ওই ইউনিয়নের কার্য্যকরি সভাপতি দেবপ্রসাদ মন্ডল।

আরও পড়ুনঃ সেপ্টেম্বরেও সম্পূর্ণ লকডাউন, মেট্রো-লোকাল ট্রেন চালালেও আপত্তি নেইঃ মুখ্যমন্ত্রী

যদিও তা অগনতান্ত্রিক বলে দাবি করেছিলেন দিব্যেন্দু অধিকারীর। কয়েক দিনের মধ্যে পুনরায় সভাপতি পদে আসীন হন দিব্যেন্দু। তার পরেই বুধবার ইউনিয়ন অফিসের সামনেই সাধারণ সভার আয়োজন করেন দিব্যেন্দু অনুগামীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here