নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নির্বাচনের দিন ঘোষণা এখনও নাহলেও, ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। ভোটের আগে ‘দিদি’ অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য চালু করা হয়েছে ‘দিদির দূত’ অ্যাপ। চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ ব্যবহার করছেন “দিদির দূত” অ্যাপ। টুইটারে এই সাফল্যের কথা তুলে ধরেছে তৃণমূল।
ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে চালু হয় ‘দিদির দূত’ অ্যাপ। এই অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি ‘দিদি’র সঙ্গে লাইভে যোগাযোগ করতে পারবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন বলে দাবি শাসক দলের।
এবারের নির্বাচনে ডিজিটাল মাধ্যমকে প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে গুরুত্ব দিচ্ছে সব রাজনৈতিক দলই।সেই রাস্তায় হেঁটে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছোতে তৃণমূলের নতুন হাতিয়ার ‘দিদির দূত’ অ্যাপ।
আরও পড়ুনঃ বন্ধ উপেক্ষা করে পার্থর জনসভায় জনগনের ভিড়
শুধু ‘দিদি’র সঙ্গে যোগাযোগ নয়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীর সর্বশেষ আপডেট পাওয়া যাবে এই অ্যাপে। রাজ্যের উন্নয়ন সম্পর্কে যাবতীয় সরকারি উদ্যোগের সুনির্দিষ্ট তথ্যও পাওয়া যাবে এই অ্যাপে। ‘দিদির দূত’ ব্যবহারকারীরা তাঁদের সমস্যাগুলি সরাসরি দিদির কাছে লিখেও জানাতে পারবেন। “গুগল প্লে” স্টোর থেকেই ডাউনলোড করা যাচ্ছে অ্যাপটি।
যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর উত্তর এবং দক্ষিণ থেকে এই অ্যাপের প্রচার করবেন। জনসংযোগ বাড়াতে ‘দিদির দূত’ নামে একটি প্রচারগাড়ি উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে। সব জেলায় তৃণমূলনেত্রীর কথা এবং জেলার মানুষদের কথা নেত্রীর কাছে ‘দূত’ হিসাবে পৌঁছে দেবে এই অ্যাপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584