নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পোস্টার, ব্যানারে কিছুদিন ধরেই চলছিলো, ‘আমরা দাদার অনুগামী’ র এবার পাল্টা ‘দিদির সঙ্গে’ রাজ্য রাজনীতিতে নতুন স্লোগান। তবে কি দাদা ভার্সেস দিদির ঠান্ডা লড়াই শুরু হলো- প্রশ্ন রাজনৈতিক মহলে।
বেশ কিছুদিন ধরেই দুরত্ব বাড়ছিল দলের সঙ্গে, এরই মধ্যে পদত্যাগ বিভিন্ন সরকারি পদ ও মন্ত্রীত্ব থেকেও। বিভিন্ন জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার-ব্যানার ঘিরে জল্পনাও তৈরি হচ্ছিল অনেক রকম। জল্পনার কারন হল, সেই পোস্টারে লেখা-‘আমরা দাদার অনুগামী’। এরপর শুক্রবার রাজ্যের মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে ঘিরে।
আরও পড়ুনঃ মেদিনীপুরে তৃণমূলের বর্ধিত সভায় শুভেন্দুকে নিয়ে মন্তব্যে নারাজ সুব্রত
দাদার অনুগামীরা ‘দাদা’-তেই মজে থাকলেও, তৃণমূলের যাঁরা মনে করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই শুভেন্দুর উত্থান, তাঁরা মীরজাফর-গদ্দার বলে আক্রমণ করতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীকে। এসবের মধ্যেই ‘আমরা দাদার অনুগামী’র পাল্টা লোগো তৈরি হয়ে গিয়েছে, তার মূলমন্ত্র ‘দিদির সঙ্গে’। সেই বিশেষ লোগো শোভা পাচ্ছে ‘দিদির সৈনিক’ দের ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিপিতে।
জানা যাচ্ছে, ‘আমরা দাদার অনুগামী’র মতই ‘দিদির সঙ্গে’ লোগো এবার থেকে টি-শার্ট এবং টুপিতেও দেখা যাবে। স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, তবে কি দিদি আর দাদার মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল! ঘোষণা কি শুধু সময়ের অপেক্ষা?
আরও পড়ুনঃ তৃণমূল ছাড়লেন বিধায়ক মিহির গোস্বামী, যোগ দিলেন পদ্মফুলে
শুক্রবার শুভেন্দু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতেই কালীঘাটে নিজের বাড়িতে জরুরি বৈঠক ঢাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু বিষয়ক উপদেষ্টা আলোচনা সরিয়ে রেখে দলের সংগঠন মজবুত করতে নির্দেশ দেন মমতা। শুভেন্দুর ছেড়ে দেওয়া তিন দফতরই নিজের হাতে রেখেছেন তৃণমূল সুপ্রিমো। অনেকে মনে করছেন এর থেকে নন্দীগ্রামের নেতাকে পরোক্ষে বার্তাও দিলেন দলনেত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দিদি বনাম দাদা দুই অনুগামীদের নেট যুদ্ধ।
‘আওয়াজ উঠেছে বঙ্গে/ আমরা দিদির সঙ্গে’, এই নতুন স্লোগান নিয়ে যুব থেকে ছাত্র নেতারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচার, কভার ফটো রাখতে শুরু করয়েছেন, এই ‘দিদির সঙ্গে’ লোগো। একুশের নির্বাচনে ঘাসফুল বনাম পদ্মফুল টক্কর শুধু নয়, এখনই রাজ্য রাজনীতি সরগরম দিদি বনাম দাদা অনুগামীদের আন্তর্জাল যুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584