নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বাগানের আমের ভাগ নিয়ে শরিকি সংঘর্ষে মৃত্যু হল একজনের ।ঘটনায় গুরুতর জখম আরো তিনজন ।বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর থানা মশালদহ গ্রাম পঞ্চায়েতের ছয়ঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে । আহতরা বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতার পরিবারে। দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,মৃতের নাম তাজমুল হক (২৮)। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ছয়ঘড়িয়া গ্রামে তিনবিঘা আমের বাগান রয়েছে প্রয়াত উমর আলির। তাঁর পাঁচ ছেলে রয়েছে। তিনি মারা যাওয়ার আগে আমের বাগান ছেলেদের মধ্যে ভাগ করে দেননি। ফলে বাগান ভাগাভাগি নিয়ে ভাইদের মধ্যে বিবাদ শুরু হয়। বৃহস্পতিবার আম ভাঙার কাজ চলছিল। অভিযোগ, মাসুদ শেখ আম বেশি পেড়ে নেন। বাধা দেন মহম্মদ হানিফ। এই নিয়েই প্রথমে বচসা এবং পরে সংঘর্ষর ঘটনা ঘটে। হানিফ ও তাঁর স্ত্রী হাওয়ানুর বিবি, ছেলে তাজমুল হক আহত হন। মালদহ হাসপাতালে মৃত্যু হয় তাজমুলের। অপরদিকে আহত হয়েছেন মাসুদ শেখ।
মশালদহ গ্রাম পঞ্চায়েতের সদস্য আনারুল সেখ জানান, বিগত এক বছর ধরে এই দুই পরিবারের মধ্যে আম বাগান নিয়ে বিবাদ ছিল। বৃহস্পতিবার বিকালে আবার বাগানে আম পারতে গেলে কম বেশি ভাগাভাগি নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে হাতাহাতি তার পর লাঠি,লোহার রড,ধারালো অস্ত্র নিয় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই ঘটনায় ধারালো অস্ত্রের কোপে এক জনের মৃত্যু হয়। বাকি তিন জন আহত অবস্থায় মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তর জন্য মর্গে পাঠায়। অভিযুক্ত মাসুদ সেখ সহ ৫ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584