পিয়ালী দাস, বীরভূমঃ
বিদ্যুতের খুঁটিতে তারের মেরামতি করতে গিয়ে দুর্ঘটনা।দুবরাজপুরের চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী বছর চল্লিশের অমিত মন্ডল দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে একটি বিদ্যুতের খুঁটিতে তারের মেরামতি করছিলেন।মেরামতির কাজ শেষ হতেই নিচে নামার জন্য পোলের ওপর উঠে দাঁড়ান তিনি।মাথার ওপর দিয়ে যাচ্ছিল এগারো হাজার ভোল্টের অন্য একটি তার।
অসাবধানতা বশত মাথায় ঠেকে যায় এগারো হাজার ভোল্টের বিদ্যুতেরটি। সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।গুরুতর আহত অবস্থায় প্রথমে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়,পরে স্থানান্তরিত করা হয় সিউড়ি সদর হাসপাতালে।
অভিযোগ বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় হাতে গ্লাবস বা মাথায় হেলমেট ছিল না কারোরই।আর সে কারণেই ঘটেছে দুর্ঘটনা।
আরও পড়ুনঃ দাঁতনের তররুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ছয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584