হরষিত সিংহ,মালদহঃ
পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক আরহী সহ দুইজনের।শনিবার রাতে মালদহের গাজল ও ইংরেজবাজার থানা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।গাজোলে পান্ডুয়া এলাকায় জাতীয় সড়কের উপর অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরহীর।অপরদিকে ইংরেজবাজারের কোতুয়ালি এলাকায় রাজ্য সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর।দেহ দুটি উদ্ধার করে ঘটনার তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরহীর নাম সঞ্জয় দাস।বাড়ী গাজোল থানার রাঙাভিটা এলাকায়।পেশায় তিনি হোটেল ব্যবসায়ী। গাড়ির ধাক্কায় মৃত পথচারীর নাম সন্তোষ দাস(৪৫)।বাড়ী ইংরেজবাজার থানার কোতুয়ালি এলাকায়। পেশায় দিন মজুর। জানা গিয়েছে গাজোলের রাঙাভিটার বাসিন্দা সঞ্জয় দাসের হোটেল রয়েছে পান্ডুয়া এলাকায়।প্রতিদিনের মত শনিবার রাতে হোটেল বন্ধ করে বাইকে বাড়ী ফিরছিলেন,৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি গাজোলগামী অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা মারে। রাস্তার ছিটকে পড়ে গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু পথেই মৃত্যু হয় তার।অপর দিকে শনিবার রাতে ইংরেজবাজারের কোতুয়ালি পুরাতন কাঠ মিলের কাছে মালদহ-রতুয়া জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সন্তোষ দাস। সেই সময় একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মালদহ মেডিকেলে পাঠায়।চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যু হয় তার।দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তে নামে গাজোল ও ইংরেজবাজার থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584