শ্যামল রায়,নদীয়াঃ
সোমবার নদীয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত গাছা বাজার সংলগ্ন এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের।
নাকাশিপাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম হলো আবুল সেলিম ও লিমবা শেখ। মৃত দুই ব্যক্তির বাড়ি বাঁকুড়াতে।
জানা গিয়েছে যে কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী একটি লরি খারাপ হয়ে পড়ায় রাস্তার ধারে লরিটি মেরামত করছিল আবুল সেলিম ও লিমবা শেখ। সোমবার সকাল ছটা নাগাদ একটি লরি দ্রুতগতিতে ছুটে আশায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটিকে ধাক্কা মারে। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুজনের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক লরিকে আটক করে চালক পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ফিচার ছবি প্রতীকী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584