নিজস্ব সংবাদদাতা,কালনাঃ
বুধবার কালনা শহরের ৬ নম্বর ওয়ার্ডের গ্যাস গোডাউনের পাশের পুকুর থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। কালনা থানার পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম সলমান শেখ।বয়স ৭। বাড়ি কালনা শহরের বারইপাড়ায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বুধবার মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যায়। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল। কিভাবে মৃত্যু হলো ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পেলে প্রকৃত মৃত্যুর ঘটনা জানা যাবে না বলে পুলিশ সূত্রে খবর। মৃতদেহটি কালনা মহাকুমা হাসপাতাল ময়নাতদন্ত হয়েছে।
অপর এক ঘটনায়
বুধবার সকালে মাঠের ধান ক্ষেত দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। কালনা থানার পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম আব্দুল রহমান শেখ। বয়স ২৮।
ঘটনাটি ঘটেছে আটঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মোসলেমাবাদ গ্রামে।
আরও জানা গিয়েছে যে গতকালের ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মাঠের মধ্যে পড়েছিল।
আবদুল রহমান বিদ্যুতের তার দেখতে না পেয়ে মাঠের মধ্যে চলার পথে বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার মানুষ দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি এদিন ময়নাতদন্ত হয়।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584