নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর । এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী এবং সন্তান। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে।
এই পথ দুর্ঘটনার পর ওই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । পরে সংশ্লিষ্ট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম রেবা বিবি (৩০), মৃতের স্বামী সাবিউল সেখ (৩৫) এবং ছেলে মহসিন শেখ (৪) । যদিও তাদের মেডিকেল কলেজে আনার পর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে । প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, মালদা শহর থেকে মোটর বাইকে করে সুজাপুরে ফিরছিলেন ওই দম্পতি ও তার ছেলে । গাবগাছি এলাকায় পিছন থেকে একটি লরি মোটর বাইকে ধাক্কা মারে । এরপর ওই দম্পতি তার ছেলেকে নিয়ে মোটর বাইক থেকে পড়ে গেলে মহিলার মাথা পিষ্ট করে দেয় ওই ঘাতক লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গৃহবধূর।
পুলিশ জানিয়েছে, রেবা বিবির বাড়ি কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। এদিন তারা মোটর বাইক করে মালদা শহরের ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন।
ঘটনার পর পুলিশ ওই পণ্য বোঝাই লরিকে আটক করেছে। দুরঘটনার পর গাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে চালক ও খালাসী । তাদের খোঁজ চালাচ্ছে তদন্তকারী অফিসারেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584