অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা মৃত্যুর পরে শুরু হয়েছে কাটাছেঁড়া। সে তাঁর সম্পত্তি নিয়ে পরিবার ও বান্ধবীদের মধ্যে বিবাদ হোক বা মৃত্যু রহস্য! এবার সামনে এল অন্য তথ্য মারাদোনা টানা একসপ্তাহ কাঁচা মাংস খেয়েছিলেন, এমনই এবার দাবি করে বসলেন প্রাক্তন সেভিয়া তারকা হুয়ান কার্লোস উনজু।
কিছুদিন আগেই স্প্যানিশ এই তারকার মারণ স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে মারাদোনা সেভিয়ায় যোগ দিয়েছিলেন। নাপোলির হয়ে খেলার সময়েই ড্রাগ কাণ্ডে নিষিদ্ধ হন মারাদোনা। তারপরেই সেই ড্রাগ আসক্তি কাটিয়ে ১৯৯২-৯৩ মরশুমে আন্দালুসিয়ান ক্লাবে যোগ দেন তিনি।
আরও পড়ুনঃ টোকিও অলিম্পিক খেলেই অবসর নেবেন লিয়েন্ডার
সেভিয়ায় নিজের যোগ্যতার প্রতি সুবিচার করতে পারেননি মারাদোনা।স্পেনের বিখ্যাত প্রচারমাধ্যম ডায়রিও এএস-কে দেওয়া সাক্ষাৎকারে উনজু বলে দিয়েছেন, “মারাদোনা রিয়ালের বিরুদ্ধে খেলার আগে এক সপ্তাহে ৮ কেজি ওজন ঝড়িয়েছিলেন। সেই সপ্তাহে ও সিয়েরা নেভাদায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল।
আরও পড়ুনঃ লকডাউন ছিল অত্যাচার বলছেন শাস্ত্রী
ওকে যখন সাত দিন পর দেখি, আপনি কি জানেন কত কেজি ওজন কমিয়েছিল? আট কেজি! ও বলেছিল, সাত দিন ধরে কেবল কাঁচা মাংস খেয়েছিল ও।“ইউরোপে সেভিয়াই ছিল মারাদোনার শেষ ক্লাব।
তারপরেই দেশে ফিরে নিজের পুরোনো ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ এবং বোকা জুনিয়র্সে অল্প কিছুদিন খেলেন। অন্যদিকে, মারাদোনার সেভিয়া সতীর্থ উনজু কেরিয়ারের অধিকাংশ সময়ই খেলেছেন সেভিয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584