অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দিয়েগো মারাদোনা মৃত্যুর পরে তাকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এবার মারাদোনার সই জাল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছিলেন তাঁর ব্যক্তিগত ডাক্তার এমন অভিযোগ সামনে এল। এক তদন্তের পর এই সিদ্ধান্তে এসেছেন তদন্তকারীরা। এরপরই ওই ডাক্তারের শাস্তির দাবি উঠছে।
গত বছর ২৫ নভেম্বর মারা যান ফুটবল রাজপুত্র। লিয়োপোল্ডো লিউক মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন। আর্জেন্টিনার তদন্তকারীরা জানিয়েছেন, মারাদোনার মেডিক্যাল রেকর্ড হাতানোর জন্য তাঁর সই জাল করেছিলেন লিউক। তাঁর বাড়ি এবং ব্যক্তিগত চেম্বারে তল্লাশি চালানোর সময়েই এই তথ্য পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ ব্রাজিলে বিমান দুর্ঘটনায় মৃত্যু ফুটবলার, ক্লাব সভাপতির
যদিও লিউক সম্পূর্ণ বিষয়টা মিথ্যা বলেছেন। প্রসঙ্গত মারাদোনা মৃত্যুর পরে তার মেয়েরা তদন্তর দাবি তুলেছিলেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584