Diesel Price: কলকাতায় ১০০-র গণ্ডি পেরোলো ডিজেল

0
49

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

পেট্রোল সেঞ্চুরী করেছে অনেক আগেই। এবার কলকাতায় ১০০-র গণ্ডি পেরলো ডিজেলও। লিটার প্রতি ৩৬ পয়সা বেড়ে শহরে ডিজেলের নতুন দাম হয়েছে ১০০ টাকা ১৪ পয়সা। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩৩ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেলের দাম।

Diesel price hike
প্রতীকী চিত্র

চলতি মাসে এখনও পর্যন্ত ২০ বার বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ পয়সা করে বাড়ছে। গত এক বছরে আন্তর্জাতিক বাজারে দ্বিগুণ হয়েছে জ্বালানির দাম। এদিকে, ক্রমশ পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। একদিকে রান্নার গ্যাসের অগ্নিমূল্য আর অন্যদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নাজেহাল অবস্থা সাধারণের।

আরও পড়ুনঃ দেশে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ল মৃত্যুও

এভাবে জ্বালানির দাম বাড়তে থাকলে কীভাবে সংসার চালাবেন, তা ভেবেই পাচ্ছে না আমজনতা। সূত্রের খবর, দেশে তেলের দাম বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনই জ্বালানি তেলের উপর কর কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে এই সমস্যা থেকে কবে রেহাই পাবে দেশবাসী, সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here