নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শনিবার বুলবুল ঝড় প্রবল বেগে দীঘা শঙ্করপুর উপকূলবর্তী এলাকায় বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে, মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মানুষ যাতে নিরাপত্তা, স্বাস্থ্য সব দিকে সুবিধা পায় তার জন্য দীঘার স্টেট জেনারেল হসপিটালে গুরুত্বপূর্ণ আলোচনা হল। রামনগর বিধানসভার বিধায়ক শ্রী অখিল গিরির নেতৃত্বে আলোচনা সভা হল।

উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, দীঘা মোহনার থানার ওসি, পঞ্চায়েত প্রধান, দীঘা স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার, নার্স, লোকাল নেতৃত্ব। অখিল গিরি বলেন আমরা এই ঝড়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। সারাদিন উপকূলবর্তী অঞ্চলে তদারকি করছেন যাতে মানুষ নিরাপত্তার অভাব না পায়।

সভাপতি শম্পা মহাপাত্র বলেন আমি গত দুদিন ধরে মানুষের পাশে আছি ও থাকবো, মানুষদের আইলা সেন্টারে নিয়ে যাচ্ছি ও খাবারের অসুবিধা না হয় তা তদারকি করছি। দীঘা, তাজপুর, শংকরপুর এলাকায় প্রচুর ঝড় বৃষ্টির দারুন ঘরবাড়ি, গাছ, ইলেকট্রিক পোস্ট এর ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসন সব সময় তৎপর আছে এবং দেখভাল করছেন প্রতিমুহূর্তে যেসব জায়গায় অসুবিধার মধ্যে মানুষজন পড়ছে সেই সব জায়গায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584