ডেবরার প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটাতে এগিয়ে আসলেন এলাকার সমাজসেবী

0
114

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে ডিজিটাল পদ্ধতিতে আনার প্রয়াস চালাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলাতে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক বিদ্যালয় গুলি সেজে উঠেছে। মূলত ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী হওয়ার আগ্রহ গড়ে তুলতে রাজ্য সরকারের এই উদ্যোগ।

primary school | newsfront.co
নিজস্ব চিত্র

তেমনি এক ডিজিটাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কুলডিহা ক্ষুদ্র মনি প্রাথমিক বিদ্যালয়ে। যেখানে রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি, ছাত্র-ছাত্রীদের মধ্যে মনীষীদের ধারণা দিতেই এমনটা উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু বর্তমানে এই স্কুলের উন্নতির জন্য আরও একাধিক উদ্যোগ নেয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে।

আরও পড়ুনঃ হলদিয়া মোড়ে পথ দুর্ঘটনায় গবাদিপশু-সহ মৃত ২

কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এবার সেই ডাকে সাড়া পেয়ে এগিয়ে এল এলাকার এক সমাজসেবী। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সমাজ সেবক হিসেবে পরিচিত আবিদার মল্লিককে দীর্ঘদিন ধরে স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইট স্কুল পরিদর্শনের কথা বলেন এবং স্কুলের ডেভলপমেন্টের জন্য, আর্থিক সহযোগিতার জন্য হাত বাড়ানোর অনুরোধ করেন।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র দিনহাটার শালমারা বাজার, পুড়ল বাইক

সেই লক্ষ্যে স্কুল পরিদর্শন করতে আসেন কোলাঘাট ব্লকের সমাজসেবী আবিদার মল্লিক, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবিদার মল্লিক বলেন, “খুব সুন্দর করে সাজানো হয়েছে স্কুলের চারিদিক, যা দেখলেই অভিভাবকদের মনে তাক লেগে যাবে। অন্যদিকে স্কুলের ছাত্র-ছাত্রীদের আরও আগ্রহী হবে পড়াশোনার প্রতি। আমি এই স্কুলের জন্য যা করণীয় তা করার চেষ্টা করব। এক কথায় বলা যেতে পারে আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আছি, এসব ডেভলপমেন্টের জন্য।”

অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু হাইট বলেন,”আমরা খুব খুশি হয়েছি। আমাদের অনুরোধ উনি রেখেছেন এবং উনি স্কুল পরিদর্শন করলেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন আগামী দিনে আর্থিক সহযোগিতা সহ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে থাকার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here