নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকার। ডিজিটাল শিক্ষার স্বার্থে দেশে তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়, ২০২২ কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ডিজিটাল পদ্ধতিতে পড়ুয়াদের পড়ানোর জন্য শিক্ষকদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।
করোনা অতিমারি আবহে দেশে প্রায় দুবছর বন্ধ স্কুল। অতিমারির প্রকোপ যখন যেমন কমেছে সেই অনুযায়ী স্কুল খুললেও ধারাবাহিক স্কুল খোলা রাখা যায়নি। তাই বলে পড়াশোনা তো থেমে থাকেনি, একেবারে শিশু পড়ুয়ারাও অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে উঠেছে। আর ভবিষ্যতে যে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষার প্রসার বাড়বে বলেই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবে। দেশে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেবে সরকার এমনটাই জানয়েছেন তিনি।
অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘প্রধানমন্ত্রী ই-বিদ্যা’ প্রকল্পে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার জন্য টিভি চ্যানেল তৈরি করবে কেন্দ্র। প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা ২০০-রও বেশি টিভি চ্যানেল তৈরি হবে। এই চ্যানেলগুলি দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় সাহায্য করবে, এমনই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
আরও পড়ুনঃ Union Budget2022: লাইভ আপডেট
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, শিক্ষাক্ষেত্রের আরও উন্নয়নের লক্ষ্যে দেশে ২ লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলা হবে। নির্মলা সীতারামন এদিন ঘোষণা করেন, অতিমারি কমবেশী সকলেরই মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। তা মোকাবিলায় ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে। চালু করা হবে ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ সার্ভিস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584