পিয়ালী দাস,বীরভূমঃ
আরও একবার কড়া কথা বলে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ।তিনেক এদিন বলেন,’ভোট লুট করতে নেই পূর্বে তেল মাখানো বাঁশের বাড়ি,ভয় নেই,দাদার পুলিশ এবার বুথ রক্ষার দায়িত্বে থাকবে,সঙ্গে থাকবে বিজেপির লোক,নিশ্চিন্তে ভোট দিন,কেউ পথ আটকালে রুখে দাঁড়ান,পাল্টা মার দিন,দেখবেন লুঙ্গি তুলে দৌড়ে পালাচ্ছে,চোখে চোখ রেখে ভোট করান,বিজেপি প্রার্থীর জয় কেউ আটকাতে পারবেনা।’
রবিবার দুবরাজপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেন বিজেপি -র প্রার্থী তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি আরো বলেন,”পঞ্চায়েত নির্বাচন নয়,লোকসভা নির্বাচন,দিদির পুলিশকে ভোট কেন্দ্রের ত্রি-সীমানায় আমরা থাকতে দেব না।গ্রামে গ্রামে প্রচার করুন যারা ভোট লুট করতে আসবে তারা যেন পিঠে সর্ষের তেল মেখে আসে,কারণ এমন বাড়ি পড়বে পিঠে যে ৬ মাস হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে।যদি কোন গুন্ডা কোন মহিলার গায়ে হাত দেয় বুক চিতিয়ে বাঁশের বাড়ি দিয়ে কড়াই গন্ডায় বুঝিয়ে দিন,তারপরে আমরা দেখে নেবো বাকিটা বুঝে নেব।”
বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “স্নো,পাউডার, মুখে রং মেখে, ঠান্ডা গাড়ির ভেতর থেকে যারা হাত নাড়ে মানুষের উদ্দেশ্যে,তাদেরকে একটিও ভোট দেবেন না, দেখুন বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল কে, কেমন লড়াকু ছেলে,কেমন পেটানো শরীর,যে সংসদে আপনাদের জন্য লড়াই করার ক্ষমতা রাখে তাই বি.জে.পি প্রার্থীকে ভোটে জয়ী করে নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন।”
দিলীপ ঘোষ বলেন , “২০১৯ এ কেন্দ্রে বি.জে.পি সরকার করবে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এ বিষয়ে কোন সন্দেহ নেই, যারা বলে বেড়াচ্ছেন বি.জে.পি ক্ষমতায় আসবে না তারা অপপ্রচার চালাচ্ছে, হেরে যাবার ভয়ে নিজেদেরকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে।আর একটু অপেক্ষা করুন ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় বি.জে.পি ক্ষমতায় আসবে এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের যে কুশাসন তার থেকে মুক্তি দিয়ে রাজ্যে বিজেপি সুশাসন প্রতিষ্ঠা করবে।”
আরও পড়ুনঃ শেষ মূহুর্তের প্রচারে অর্পিতা
এদিন বীরভূম সভা থেকে শাসক দলের বিরুদ্ধে বারবার আক্রমণাত্মক ভাষায় কথা বলেন দিলীপ ঘোষ।নির্বাচনী প্রচারে গিয়ে তরজা আর যেন শেষ হচ্ছে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584