বিধায়ক হত্যা ঘটনার সিবিআই তদন্তের দাবী দিলীপের

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

dilip demand for cbi investigation of the mla murder case
নিজস্ব চিত্র

নদীয়ার কৃষ্ণগঞ্জ তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় তৃণমূল যখন বিজেপির দিকে আঙুল তুলছে ঠিক তখনই খুনের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি গোটা ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবি করেছেন।প্রসঙ্গত সরস্বতী পূজার অনুষ্ঠানের উদ্বোধন এগিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস কে খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ এ গুলি করে হত্যা করা হয়। ঘটনায় জেলা তৃণমূলের পক্ষ থেকে মুকুল রায় সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

নিউজফ্রন্ট সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষঃ

এ প্রসঙ্গে রবিবার সকালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় অত্যাচার চলছে।পঞ্চায়েত নির্বাচনের পর ৩৯ জন বিজেপি কর্মী খুন হয়েছেন পশ্চিমবঙ্গে।শুধু তাই নয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হতে হচ্ছে সাধারণ তৃণমূল কর্মীদেরও কিন্তু দায় চাপানো হচ্ছে বিজেপির ঘাড়ে।

আরও পড়ুনঃ অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী মা,বাঁচাতে গিয়ে আহত সন্তান

বীরভূম সহ একাধিক খুনের ঘটনার উদাহরণ টেনে দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তাহলে কেন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে তিনি সিবিআই তদন্তের দাবি করেন।দাবী পাল্টা দাবী চাপা পড়ে যাচ্ছে বিধায়ক খুনের তদন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here