জরুরি তলব, তড়িঘড়ি দিল্লি যাত্রা দিলীপ – মুকুলের

0
85

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বৃহস্পতিবার দুপুরের জরুরি তলবে তড়িঘড়ি দিল্লি গেলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার সন্ধ্যার ফ্লাইটে দিল্লি চলে যান মুকুল রায়। শুক্রবার সকালেই দিল্লি রওনা হন দিলীপ ঘোষ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। কেন এভাবে রাজ্যের তিন শীর্ষনেতা দিল্লি গেলেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে জানা গেছে, রাজ্যে বিধানসভা নির্বাচনের জোর প্রস্তুতির মধ্যেই জরুরি বৈঠকের জন্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে দিল্লিতে তলব করলেন কেন্দ্রীয় নেতৃত্ব।

dilip ghosh | newsfront.co
ফাইল চিত্র

বিজেপি সূত্রে খবর, ওই বৈঠকে যোগ দিতে যেতে বলা হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকেও। রাজ্য বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের ডাকা ওই বৈঠকে যাচ্ছেন কি না তা এখনও পর্যন্ত জানা যায়নি।নয়াদিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপি দফতরে ওই বৈঠকে অমিত শাহর বঙ্গ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলেও রাজ্য বিজেপির একাংশের ধারণা।

আরও পড়ুনঃ ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদ, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন

এক রাজ্য নেতা জানান, “আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাজ্যে আসছেন অমিতজি। নানা রকম কথা শোনা গেলেও এখনও পর্যন্ত সেই সফরে কোথায় কবে সভা হবে তা ঠিক হয়নি। শুক্রবারের বৈঠকে সেই সফরসূচি চূড়ান্ত হতে পারে। একই সঙ্গে বিভিন্ন সংসদীয় কমিটিতে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে। সেই সব কমিটিতে রাজ্যের সাংসদদের প্রতিনিধিত্ব নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here